কিডনি ব্যথা বোঝার উপায় - কোমরে ব্যাথা নাকি কিডনির সমস্যা?

কিডনি ব্যথা বোঝার উপায়

অনেকে প্রায়শই একটা সমস্যার কথা বলে যে কোমরে অনেকটা ব্যথা করছে। তাহলে আমার কিডনি টি ঠিক আছে তো? মানে আমরা তো জানি, যে কিডনি আমাদের ঠিক কোমরের পেছন দিকে থাকে। আর কোমরে ব্যথা? আমাদের জীবনে কারও হয়নি এরকম কাউকে পাওয়া যায় না। আজকে এই আর্টিকেলে এইটাই আলোচনা করব, যে কোমরে ব্যথার সাথে কিডনির অসুখের কি সম্পর্ক বা কিছু সম্পর্ক আছে কিনা?


কিডনি ব্যথা বোঝার উপায়:


দেখুন আমার অনেকে বেশির ভাগ সময় চেয়ারে বসে কাজ করি। অনেক সময় ধরে চেয়ারে বসার জন্য বা সঠিক ভাবে চেয়ারে না বসার জন্য কোমরে ব্যথা হয়। এছাড়া বিভিন্ন কারণে কোমরে ব্যাথা হতে পারে। কিন্তু মনে রাখবেন, সাধারণত কোমরে ব্যথার সাথে কিডনির অসুখের সরাসরি কোনো সম্পর্ক নেয়। আমাদের শরীরে কিডনি এত সুন্দর করে রাখা রয়েছে, যে সাধারনত এই কোমরে ছোট খাটো ব্যাথাতে মানুষ ভোগে সেগুলো বেশির ভাগ মাংস পেশির ব্যাথা, কিডনির ব্যথা নয়।

কিডনির ব্যথা ঠিক দুটো বা তিনটে রোগে হতে পারে। সেগুলো হলো কিডনি স্টোন, কিডনির ভেতরে কোন ইনফেকশন হলে কখনো কখনো একটা কিডনিতে ব্যাথা হতে পারে। তবে কিডনির ব্যথার ধরন আর কোমরে ব্যথা তার মধ্যে অনেক পার্থ্যক রয়েছে। কিডনি ব্যথা বোঝার উপায় হলো কাঁটা পাঁঠার মত ছটফট করা, মানে কিডনির ব্যথা তে একজন রোগী কখনো হেঁটে এসে ডাক্তারকে বলতে পারবে না আমার কিডনিতে ব্যাথা করছে। যদি কিডনিতে ব্যাথা করে তাহলে গাড়িতে করে বাড়ির লোক ব্যস্ত হয়ে তাকে নিয়ে ছুটে হাসপাতালে যাবে। তৎক্ষণাৎ তাকে কিছু ইনজেকশন না দিলে কিডনিতে ব্যথা কমবে না।

শেষ কথা


তাহলে আপনার যদি কোমরে ব্যাথা হয়, তাহলে ভাববেন না যে আপনার কিডনি নষ্ট হয়ে গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url