ট্রিপটিন কিসের ঔষধ? কাজ কি? কেন খায়? খাওয়ার নিয়ম?

ট্রিপটিন কিসের ঔষধ

অনেকে ঘুমের ঔষধ এর নাম জানতে চাই। আজকে এই আর্টিকেলে আপনাদের স্কয়ার কম্পানির ঘুমের ঔষধ ট্রিপটিন নিয়ে আলোচনা করবো। এই আর্টিকেল পড়লে আপনারা ট্রিপটিন কিসের ঔষধ? কাজ কি? কেন খায়? খাওয়ার নিয়ম? জানতে পারবেন।


ট্রিপটিন : স্কয়ার কম্পানির অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ঔষধ এর নাম ট্রিপটিন। এই ঔষধ টি ট্যাবলেট ফর্মেটে বাজারে পাওয়া যায়। ট্রিপটিন ১০ মি.গ্রা. ও ট্রিপটিন ২৫ মি.গ্রা. এই দুই পাওয়ারে স্কয়ার কম্পানির ঘুমের ট্যাবলেট পাওয়া যায়।

ট্রিপটিন কিসের ঔষধ : অনেকে সঠিক ভাবে জানেন না ট্রিপটিন ট্যাবলেট কিসের ঔষধ, ট্রিপটিন হলো ঘুমের ঔষধ। স্কয়ার কম্পানির অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ট্রিপটিন ঘুমের ওষুধ।

ট্রিপটিন কেন খায় : বিভিন্ন কারণে আমাদের অনেকের ঘুমের সমস্যা দেখা দেয়, ট্রিপটিন এই পর্যাপ্ত ঘুমের সমস্যা দূর করার জন্য খায়। অনেক এমন রোগ আছে যে রোগে আক্রান্ত ব্যাক্তির ঘুম আসে না। এই সকল ঘুম না আসা রোগের ক্ষত্রে ট্রিপটিন ট্যাবলেট মানুষ খায়।

ট্রিপটিন খাওয়ার নিয়ম : অনেকে জানতে চান ট্রিপটিন ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম, ট্রিপটিন খাওয়ার নিয়ম হলো প্রপ্ত বয়স্কদের ক্ষেত্রে অধিক ঘুমের ব্যাঘাত ঘটলে রাতে খাবার পর ২৫ মি.গ্রা. ট্যাবলেট ১ টি এবং অল্প ঘুমের ব্যাঘাত ঘটলে রাতে খাবার পর ১০ মি.গ্রা. ট্যাবলেট ১ টি। তবে আপনারা কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া ট্রিপটিন ট্যাবলেট খাবেন না। এ সকল ঘুমের ঔষধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

ট্রিপটিন এর কাজ কি : অনেকে জানতে চান যে ট্রিপটিন ট্যাবলেট কি কাজ করে, ট্রিপটিন এর কাজ হলো মানুষের শরীরের নার্ভ গুলোকে শান্ত করে পর্যাপ্ত পরিমানে ঘুম নিয়ে আসা। যাদের ঘুম আসে না তাদের জন্য ট্রিপটিন ট্যাবলেট কাজ করে। সহজ ভাষায় ট্রিপটিন স্কয়ার কম্পানির ঘুমের ঔষধ।

ট্রিপটিন খেলে কি হয় : ঘুমের ঔষধ খেলে ঘুম কিভাবে আসে। আপনারা জানতে চান ট্রিপটিন ট্যাবলেট খেলে আমাদের শরীরে কি হয়, ট্রিপটিন খেলে মানুষের শরীরের সংবেদন তন্ত্র কাজ কম করে যার কারণে ভালো ঘুম হয়। সঠিক পরিমানে ঘুম না আসলে এই ট্যাবলেট খাওয়া হয়।

ট্রিপটিন কি ঘুমের ওষুধ : আপনারা জানতে চান ট্রিপটিন ট্যাবলেট কি ঘুমের ওষুধ, হ্যাঁ ট্রিপটিন হলো ঘুমের ওষুধ

এই আর্টিকেলে এখন এক নজরে ট্রিপটিন কিসের ঔষধ? কাজ কি? কেন খায়? খাওয়ার নিয়ম? এবং বিস্তারিত তথ্য একটি ছকে দেওয়া হলো।

ট্রিপটিন

ঔষধের নাম

ট্রিপটিন

কম্পানির নাম

স্কয়ার

গ্রুপ

অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড

কিসের ঔষধ

ঘুমের

কাজ

ঘুম এর সমস্যা সমাধান

কেন খায়

ঘুম না আসার জন্য

খাওয়ার নিয়ম

ডাক্তারের পরামর্শ অনুযায়ী

কখন খাবেন

খাওয়ার পর

পার্শ্ব প্রতিক্রিয়া

আছে


FAQ

ট্রিপটিন কিসের ঔষধ?

ট্রিপটিন হলো ঘুমের ঔষধ। এই ঔষধ খেলে ঘুম আসে।

ট্রিপটিন কি গর্ভাবস্থায় খাওয়া যাবে?

না, ট্রপটিন গর্ভাবস্থায় খাওয়া যাবে না। পেটে বাচ্চা থাকলে এই ঔষধ সেবন করলে বাচ্চার সমস্যা হতে পারে।

ট্রিপটিন ট্যাবলেট কি খালি পেটে খেতে হয়?

না, ট্রিপটিন ট্যাবলেট খাওয়ার পর বা ভরা পেটে খেতে হয়।

ট্রিপটিন ট্যাবলেট কি বাচ্চারা খেতে পারবে?

না, ট্রিপটিন ট্যাবলেট বচ্চাদের দেওয়া যাবে না।


শেষ কথা


আসা করি আপনাদের কে ট্রিপটিন কিসের ঔষধ? কাজ কি? কেন খায়? খাওয়ার নিয়ম? ইত্যাদি বিস্তারিত জানাতে পেরেছি। তবে এই ধরণের ঔষধ আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো খাবেন না। আমাদের এই ওয়েব সাইটে সকল ঔষধ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url