সালফাডিন ভেট এর কাজ কি - গবাদি পশুর পাতলা পায়খানার ঔষধ কি?

 

সালফাডিন ভেট এর কাজ কি
সালফাডিন ভেট এর কাজ কি
সালফাডিন ভেট এর কাজ হলো গবাদি পশুর পাতলা পায়খানা, ডায়রিয়া ও ব্যাক্টেরিয়াল সমস্যায় ব্যবহার করা ট্যাবলেট। সালফাডিন ভেট ট্যাবলেট এর সঠিক ডোজ।

আমি একজন ভেটেরিনারি ডাক্তার, তাই সালফাডিন ভেট এর কাজ কি তা আমার ভালো করে জানা আছে। গবাদি পশুর ডায়রিয়া বা পাতলা পায়খানা দেখা দিলে আমরা সালফাডিন ভেট ট্যাবলেট ব্যবহার করি।

আজকের এই পোস্ট এ আপনাদের সালফাডিন ভেট এর কাজ কি ও গবাদি পশুর পাতলা পায়খানার সঠিক চিকিৎসা সম্পর্কে এবং সালফাডিন ভেট দাম কত তা আলোচনা করবো।

আজকের এগ্র খামারি এই পোস্ট এর আলোচ্য বিষয় গুলো হলো-

  • সালফাডিন ভেট এর কাজ কি
  • গবাদি পশুর পাতলা পায়খানার সঠিক চিকিৎসা
  • সালফাডিন ভেট ট্যাবলেট এর সঠিক ডোজ
  • সালফাডিন ভেট দাম কত

সালফাডিন ভেট এর কাজ কি


সালফাডিন ভেট এর কাজ হলো গরু, ছাগল, ভেড়া বা যে কোনো পশুর ডায়রিয়া ও পাতলা পায়খানার মহা ঔষধ। এটি সালফাডিমিডিন গ্রুপের একটি ট্যাবলেট। সালফাডিন ভেট একমি কম্পানির সালফাডিমিডিন গ্রুপের ঔষধ।

গবাদি পশুর পাতলা পায়খানার সঠিক চিকিৎসা


গবাদি পশুর পাতলা পায়খানার সঠিক চিকিৎসা হলো সালফাডিন ভেট ট্যাবলেট। আপনার পশুর পাতলা পায়খানা দেখা দিলে আমরা পশুকে পর্যাপ্ত পরিমানে খাবার স্যালাইন দিবো এবং সালফাডিন ভেট ট্যাবলেট খাওয়াবো।
গরুর পাতলা পায়খানার চিকিৎসা কারণ লক্ষণ প্রতিরোধ ও করনীয়

সালফাডিন ভেট ট্যাবলেট এর সঠিক ডোজ


সালফাডিন ভেট ট্যাবলেট এর সঠিক ডোজ হলো পশুর প্রতি ৮০ কেজি ওজনের জন্য একটি সালফাডিন ভেট ট্যাবলেট। দিনে ৩ বার সালফাডিন ভেট ট্যাবলেট পশুকে খাওয়ানো যেতে পারে। খাবার স্যালাইন খাওয়াতে হবে দিনে ৩ থেকে ৫ বার।

সালফাডিন ভেট দাম কত

সালফাডিন ভেট দাম কত
সালফাডিন ভেট দাম কত

সালফাডিন ভেট দাম হলো মাত্র ১৫ টাকা। খুবই কম মূল্যের সালফাডিন ভেট ট্যাবলেট দাম অনুযায়ি অনেক কার্যকর।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url