গরুর ভিটামিন ঔষধঃ ক্যাটাফস ইনজেকশনের কাজ কি

ঔষধ এর নামঃ ক্যাটাফস ইনজেকশন
ঔষধ এর গ্রুপঃ বিউটাফসফান ও সায়ানোকোবালামিন (বি-১২)
গঠনঃ বিউটাফসফান ১০০ মি.গ্রা. এবং সায়ানোকোবালামিন (বি-১২) ০.০৫ মি.গ্রা.
প্যাক সাইজঃ ৩০ মি.লি. ও ১০০ মি.লি.
দামঃ ১০০ মি.লি. ভায়াল ৪০০ টাকা এবং ৩০ মি.লি. ভায়াল ১২৫ টাকা
ডোজঃ ১০০ কেজি ওজনের গরুর জন্য ১০ মি.লি.


গরুর ভিটামিন ঔষধ হলো ক্যাটাফস ইনজেকশন। গরুর বিভিন্ন ধরণের ভিটামিন ঔষধের মধ্যে ক্যাটাফস ইনজেকশন অন্যতম। বড় বড় খামারে গেলে এর ব্যবহার যে কত টা হয় তা জানতে পারবেন। ক্যাটাফস ইনজেকশনের কাজ হলো যকৃতের কার্যকারীতা বৃদ্ধির মাধ্যমে বিপাকক্রিয়া ত্বরান্বিত করে। আমরা গরুর কৃমিনাশক এর পর ক্যাটাফস ইনজেকশন ব্যবহার করবো।


ক্যাটাফস ইনজেকশনের কাজ কি
ক্যাটাফস ইনজেকশনের কাজ কি



আজকের এই পোস্ট টি পড়লে আপনারা জানতে পারবেন-
  • ক্যাটাফস ইনজেকশনের কাজ কি
  • ক্যাটাফস ইনজেকশনের দাম কত?
  • ক্যাটাফস ইনজেকশনের ডোজ কত?
  • ক্যাটাফস ইনজেকশনের ব্যবহার ক্ষেত্র

ক্যাটাফস ইনজেকশনের কাজ কি


অনেকে মনে করে ক্যাটাফস ইনজেকশন গরুর শরীরে প্রয়গ করলে গরুর মাংস বৃদ্ধি হয়। কিন্তু বাস্তবে এমোন টা না। ক্যাটাফস ইনজেকশনের কাজ হলো গরু যে খাবার খায় সেই খাবারের সম্পর্ণ পুষ্টি গরুর শরীরে লাগে। এই ঔষধের কোনো সাইড ইফেক্ট নাই। বিউটাফসফান ও সায়ানোকোবালামিন গ্রুপের রেনেটা কম্পানির ঔষধ এর নাম ক্যাটাফস।

ক্যাটাফস ইনজেকশনের দাম কত?


আমরা আগেই জেনেছি ক্যাটাফস ইনজেকশন ৩০ মি.লি. ও ১০০ মি.লি. ভায়াল এ পাওয়া যায়। ক্যাটাফস ইনজেকশনের দাম হলো ৪০০ টাকা ১০০ মি.লি. ভায়াল এবং ১২৫ টাকা ৩০ মি.লি. ভায়াল। দাম তুলোনাই রেনেটা কম্পানির এই ঔষধ অনেক কার্যকর।


ক্যাটাফস ইনজেকশনের দাম কত
ক্যাটাফস ইনজেকশনের দাম কত



ক্যাটাফস ইনজেকশনের ডোজ কত?


প্রাণী মাত্রা
গরু, মহিষ ও ঘোড়া ১০ - ২৫ মি.লি.
বাছুর ৫ - ১২ মি.লি.
ছাগল, ভেড়া ও কুকুর ২.৫ - ৫ মি.লি. 


উপরোল্লিখিত মাত্রায় চামড়ার নীচে, মাংস পেশীতে এবং রক্ত শিরায় ইনজেকশন দিতে হবে।


ক্যাটাফস ইনজেকশনের ডোজ কত
ক্যাটাফস ইনজেকশনের ডোজ কত



ক্যাটাফস ইনজেকশনের ব্যবহার ক্ষেত্র


ক্যাটাফস ইনজেকশন যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিম্নে দেওয়া হলো-
  • যকৃতের কার্যকারীতা বৃদ্ধির মাধ্যমে বিপাকক্রিয়া ত্বরান্বিত করে
  • দূর্বল প্রণীর সামান্য খিঁচুনি ও পক্ষাঘাত ভাব দূর করতে
  • টিটেনি প্যারোসিস প্রতিরোধ করে
  • প্রাণীর পেশী শক্তি বৃদ্ধি এবং উংতপান্ন বৃদ্ধির জন্য
  • প্রজনন ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে
  • দূর্বলতাজনিত মেটাবলিক ধকলে কার্যকারীতা প্রদর্শন করে
  • রক্ত কনিকা তৈরীতে সহায়তা করে এবং কোষে পুষ্টিকনা পৌঁছে দেয়

সরবরাহঃ

৩০ মি.লি. এবং ১০০ মি.লি. ভায়াল

উপসংহারঃ

ক্যাটাফস ইনজেকশনের কাজ কি এই সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url