গরুর এলার্জি রোগের চিকিৎসা ও লক্ষণ
![]() |
গরুর এলার্জি রোগের চিকিৎসা |
গরুর এলার্জি এরটি খুব সাধারন রোগ। এটি আমাদের দেশে গরুর খুব বেশি দেখা যায়। গরু পালেন অথচ গরুর এলার্জি রোগ দেখেন নি এমন খুবই কম জন কেই পাওয়া যাবে। এই পোস্ট এ আপনারা গরুর এলার্জি রোগের চিকিৎসা খুবই ভালো করে জানতে পারবেন। গরুর এলার্জি রোগের লক্ষণ গুলো জানতে পারবেন। আবার গরুর এলার্জি রোগ কেন হয় তা জানতে পারবেন।
গরুর এলার্জি রোগ কেন হয়?
গরুর চর্ম রোগ বা এলার্জি রোগ হওয়ার কারণ হলো পরজীবী। পরজীবী গরুর শরীরে এসে রক্ত খায়। এর কারণে সেই স্থানে ক্ষত তৈরি হয়। গরুর এলার্জি রোগের চিকিৎসা না দিলে পুরো শরীরে আক্রান্ত হতে পারে।
গরুর এলার্জি রোগের লক্ষণ
গরুর এলার্জি রোগ এর লক্ষণ বলতে আমরা বুঝি, গরুর ত্বকে কোনো সমস্যা। গরুর ত্বকে এই সমস্যা বিভিন্ন ভাবে হতে পারে। গরুর ত্বকে সমস্যা দেখা দিলে ধরে নিব সেটি এলার্জির লক্ষণ।
গরুর এলার্জি রোগের চিকিৎসা
Rx -
১ - inj. Ranacin - ১০০ কেজি ওজনের জন্য ১০ মিলি মাংসে দিতে হবে।
২ - inj. A Mectin Plus Vet - ১০০ কেজি ওজনের জন্য ৬ মিলি চামড়ার নিচে দিতে হবে।
৩ - Syp. Xinc Care Vet - ১০০ কেজি ওজনের জন্য ১০০ মিলি করে ১০ দিন খাওয়াবে।