Xinc Care Vet: জিংক কেয়ার ভেট এর কাজ কি

ঔষধের নামঃ জিংক কেয়ার ভেট (xinc care vet)
ঔষধের দামঃ 200 ml xinc care vet price only 100 taka in bangladesh. Xinc care vet 500ml price only 150 taka in bangladesh. Xinc care vet 1000ml Price only 250 taka in bangladesh.
ঔষধের ধরণঃ লিকুইড
ঔষধের মূল উপাদানঃ জিংক-অক্সাইড
ঔষধের ডোজঃ ছাগল বা ভেড়া ১০ কেজি ওজনের জন্য ২ মি.লি. এবং গরু বা মহিষ ১০০ কেজির জন্য ২০ মি.লি. করে প্রতিদিন।
প্যাক সাইজঃ ২০০ মি.লি. ও ৫০০ মি.লি. এবং ১০০০ মি.লি.


জিংক পশুর শরিরের জন্য অপরিহার্য। জিংক এর উপকারিতা গুলো হলো পশুর ত্বক এর কোনো সমস্যার সমাধান করা এবং খাবার এর রুচি বৃদ্ধি করতে সাহায্য করে। যদি আপনি একজন খামারি হয়ে থাকলে তহলে জিংক সম্পর্কে জানা আপনার অত্যান্ত প্রয়জন। আপনারা জেনে রাখেন, প্রতিটি প্রণীর জিংক এর চাহিদা রয়েছে। সাধারণত খাবার ও মাটি থেকে পশুরা এই জিংক আহার করে থাকে। কিন্তু আমারা খামারে বাধা অবস্থায় পশু পালন করি তাই আমাদের এক্সট্রা ভাবে এই জিংক দেওয়া খুবই প্রয়জন। জিংক বলতে আমরা অনেকে জানি জিংক কেয়ার। এই জিংক কেয়ার হলো এসকেএফ কম্পানির একটি ঔষধ এবং এ ছাড়া বিভিন্ন কম্পানির জিংক রয়েছে। আজকে আমরা জিংক কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

জিংক কেয়ার এর কাজ হলো গবাদি পশুর শরিরে জিংক এর চাহিদা মেটানো একটি ঔষধ। জিংক কেয়ার পশুকে খাওয়ালে পশুর খাবার এর রুচি বৃদ্ধি হয় এবং এই জিস ভেট পশুর শরিরে চামরাই কোনো সমস্যা থাকলে তা ঠিক করে। আমাদের গবাদি পশু গুলো, বিষেষ করে যে পশু গুলো আবদ্ধ অবস্থায় পালন করা হয়, তাদের কে প্রতি ২ মাস পর পর জিংক এর ডোজ পূরণ করতে হবে। আমরা জিংক কেয়ার দিয়ে এই জিংক এর চাহিদা পূরণ করতে পারবো।

আমরা আগেই জেনেছি জিংক কেয়ার এর প্যাক সাইজ হলো 200 ml, 500 ml and 1000 ml. Xinc care vet 200ml price in bangladesh only 100 taka. আপনি যত বড় সাইজের নিবেন তাতে দাম একটু কম হবে। Xinc care vet 500ml price in bangladesh only 150 taka. সকল প্রডাক্ট ই আপনি বড় সাইজের টা নিলে দাম কম পাবেন। Xinc care 1000ml Price in bangladesh only 250 taka.

প্রতিটি ঔষধ এর একটি নির্দষ্ট মাত্রায় প্রয়োগ করতে হয়। তেমনি জিংক কেয়ার এর ও নির্দিষ্ট একটি মাত্রায় খাওয়াতে হয়। জিংক কেয়ার খাওয়ার নিয়ম হলো ছাগল বা ভেড়া ১০ কেজি ওজনের জন্য ২ মি.লি. এবং গরু বা মহিষ ১০০ কেজির জন্য ২০ মি.লি. করে প্রতিদিন খাওয়াতে হবে


জিংক কেয়ার খাওয়ার নিয়ম
জিংক কেয়ার খাওয়ার নিয়ম




আমি একজন ভেটেনেয়ারি ডাক্তার। তাই জিংক কেয়ার এর কাজ কি তা আমি আপনাদের ভালো করে জানাতে পারবো। এই পোস্ট টি পড়লে আপনি যে বিষয় গুলো জানতে পারবেন-
  • জিংক এর উপকারিতা
  • জিংক কেয়ার এর কাজ কি
  • জিংক কেয়ার এর দাম কত
  • জিংক কেয়ার খাওয়ার নিয়ম


জিংক এর উপকারিতা


জিংক খাওয়ার উপকারিতা হলো গবাদি পশুর রুচি বৃদ্ধি করে এবং পশুর শরিরে কোথাও ক্ষত থাকলে জিংক খাওয়ালে খুবই তারাতারী ভালো হয়ে যায়। আমরা আমাদের পশুকে প্রতি ২ মাস পর পর নির্দিষ্ট মাত্রায় জিংক খাওয়াতে হবে। জিংক মূলত একটি এন্টি অক্সিডেন্ট। জিংক খাওয়ালে আমাদের পশুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়।


জিংক এর উপকারিতা
জিংক এর উপকারিতা



জিংক কেয়ার এর কাজ কি


জিংক কেয়ার হলো এসকেএফ কম্পানির একটি জিংক সিরাপ। এই সিরাপটি পশুর জিংক এর চাহিদা পূরণ করে। আমাদের খামারক পশুর জন্য এই জিংক সিরাপ প্রতি ২ মাস পর পর খাওয়াবো। এতে করে আমাদের খামারের পশুগুলোর শরিরে জিংক এর ঘার্তি দেখা দেবে না। জিংক কেয়ার এর কাজ হলো গবাদি পশুর রুচি বৃদ্ধি করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা


জিংক কেয়ার এর কাজ কি
জিংক কেয়ার এর কাজ কি



জিংক কেয়ার এর দাম কত


জিংক এর চাহিদা অনেক বেশি গবাদি পশুর শরিরে। জিংক এর দাম খুব একটা বেশি না। বাজারে বিভিন্ন কম্পানির জিংক ঔষধ পাওয়া যায়। জিংক কেয়ার হলো এসকেএফ কম্পানির জিংক ঔষধ। আমরা আগেই জেনেছি জিংক কেয়ার এর প্যাক সাইজ হয় ২০০ মি.লি. ও ৫০০ মি.লি. এবং ১০০০ মি.লি.।  ২০০ মি.লি. জিংক কেয়ার এর দাম হলো মাত্র ১০০ টাকা। ছোট বতল এর দাম একটু বেশি হয়। ৫০০ মি.লি. জিংক কেয়ার এর দাম মাত্র ১৫০ টাকা১০০০ মি.লি. জিংক কেয়ার এর দাম মাত্র ২৫০ টাকা


জিংক কেয়ার এর দাম কত
জিংক কেয়ার এর দাম কত



জিংক কেয়ার খাওয়ার নিয়ম


জিংক ঔষধ একটু কম বেশি খাওয়ালে সমস্যা নেই। আমরা এসকেএফ কম্পানির জিংক কেয়ার একটি নির্দিষ্ট মাত্রায় খাওয়াবো। জিংক কেয়ার খাওয়ার নিয়ম হলো ছাগল বা ভেড়া ১০ কেজি ওজনের জন্য ২ মি.লি. এবং গরু বা মহিষ ১০০ কেজির জন্য ২০ মি.লি. করে প্রতিদিন খাওয়াতে হবে

উপসংহারঃ

জিংক কেয়ার এর কাজ কি এই সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url