এ্যামোডিস ভেট ট্যাবলেট (Amodis Vet Tablet) এর কাজ কি? ডোজ ও দাম কত?

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ কি

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ হলো গরু, ছাগল, হাঁস-মুরগির আমশয় ও পাতলা পায়খানা এর ঔষধ। ছাগল, গরু, হাঁস-মুরগির পাতলা পায়খানা রোগে আক্রান্ত হলে, ডোজ অনুযায়ী Amodis Vet Tablet অত্যান্ত কার্যকর। এ্যামোডিস ভেট ট্যাবলেট মেট্রোনিডাজল গ্রুপের পাতলা পায়খানার ঔষধ। Amodis Vet ট্যাবলেট এর কাজ কি এই আর্টিকেলে বিস্তারিত দেওয়া হয়েছে।

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর প্যাক সাইজ ৪ X ৫ বা ২০ টি। একটি বক্সে ২০ টি ট্যাবলেট থাকে, একটি পাতাতে ৪ টি ট্যাবলেট থাকে ও একটি বক্সে ৫ টি পাতা থাকে। এই প্যাক সাইজে স্কয়ার কম্পানি এ্যামোডিস ভেট ট্যাবলেট সরবরাহ করে।

এ্যামোডিস ভেট একটি ট্যাবলেট এর দাম মাত্র ৪ টাকা। কম দামে মেট্রোনিডাজল গ্রুপের এন্টিবায়োটিক এ্যামোডিস ভেট ট্যাবলেট পাওয়া যায়। এই দাম কিছু কম বেশি হতে পারে, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে দাম কিছু কম বেশি হতে পারে।

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর ডোজ গরু বা মহিষ এর ১০০ কেজি বডি ওজনের জন্য প্রতি ২৪ ঘন্টায় ২ টি। ছাগল বা ভেড়া এর ১০ কেজি ওজনের জন্য ১ টি। কম ডোজ এ অধিক কার্যকর এ্যামোডিস ভেট ট্যাবলেট।

আমি একজন ভেটেনিয়ারি ডাক্তার এবং আমি নিজে এ্যামোডিস ভেট ট্যাবলেট ব্যবহার করি, তাই আমি এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ কি? ডোজ কত? দাম কত? বিস্তারিত সঠিক ভাবে আপনাদের জানাতে পারব।

Amodis Vet Tablet (এ্যামোডিস ভেট ট্যাবলেট) ঔষধ পরিচিতি

ঔষধের নাম

Amodis Vet Tablet (এ্যামোডিস ভেট ট্যাবলেট)

ঔষধের গ্রুপ

মেট্রোনিডাজল

কাজ

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ হলো গরু, ছাগল, হাঁস-মুরগির আমশয় ও পাতলা পায়খানার ঔষধ।

ডোজ

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর ডোজ গরু বা মহিষ এর ১০০ কেজি বডি ওজনের জন্য প্রতি ২৪ ঘন্টায় ২ টি। ছাগল বা ভেড়া এর ১০ কেজি ওজনের জন্য ১ টি।

দাম

এ্যামোডিস ভেট একটি ট্যাবলেট এর দাম মাত্র ৪ টাকা।

প্যাক সাইজ

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর প্যাক সাইজ ৪ X ৫ বা ২০ টি।


আজকের এই আর্টিকেলে এ এ্যামোডিস ভেট ট্যাবলেট নিয়ে আমি যে সকল বিষয় গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হলো-

  • এ্যামোডিস ভেট ট্যাবলেট
  • এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কার্যকরী উপাদান
  • এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ কি
  • এ্যামোডিস ভেট ট্যাবলেট ব্যবহার ক্ষেত্র
  • এ্যামোডিস ভেট ট্যাবলেট এর ডোজ
  • এ্যামোডিস ভেট ট্যাবলেটের মাত্রা ও প্রয়োগবিধি
  • এ্যামোডিস ভেট ট্যাবলেট এর দাম
  • এ্যামোডিস ভেট ট্যাবলেট এর প্যাক সাইজ

এ্যামোডিস ভেট ট্যাবলেট


এ্যামোডিস ভেট ট্যাবলেট মূলত মেট্রোনিডাজল গ্রুপের পাতলা পায়খানার ঔষধ। স্কয়ার কম্পানির এ্যামোডিস ভেট ট্যাবলেট এর ব্যবহারে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। গরু ছাগলের আমশয় ও পাতলা পায়খানা হলে এই ঔষধ অনেক ভালো কাজ করে।

এ্যামোডিস ভেট ট্যাবলেট কার্যকরী উপাদানঃ


এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কার্যকরী উপাদান হলো মেট্রোনিডাজল।

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ কি


এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ হলো গরু, ছাগল, হাঁস-মুরগির আমশয় এর ঔষধ। আমাদের পোষা গরু, ছাগল আমশয় ও পাতলা পায়খানা রোগেো অাক্রান্ত হলে আমরা এ্যামোডিস ভেট ট্যাবলেট ব্যবহার করতে পারি।

এ্যামোডিস ভেট ট্যাবলেট ব্যবহার ক্ষেত্রঃ


এ্যামোডিস ভেট ট্যাবলেট নিম্নলিখিত বিপাকীয় রোগের ক্ষেত্রে কার্যকরী, যেমন-

  • ছাগলের আমশয় ও পাতলা পায়খানা হলে।
  • গরুর আমশয় ও পাতলা পায়খানা হলে।
  • ভেড়ার আমশয় ও পাতলা পায়খানা হলে।
  • মহিষ আমশয় ও পাতলা পায়খানা হলে।
  • হাঁস মুরগির আমশয় ও পাতলা পায়খানা হলে।

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর ডোজ


এ্যামোডিস ভেট ট্যাবলেট এর ডোজ গরু বা মহিষ এর ১০০ কেজি বডি ওজনের জন্য প্রতি ২৪ ঘন্টায় ২ টি। ছাগল বা ভেড়া এর ১০ কেজি ওজনের জন্য ১ টি। কম ডোজ এ অধিক কার্যকর এ্যামোডিস ভেট ট্যাবলেট। আপনারা কখনো বেশি ডোজ দিবেন না, কারণ কোনো ঔষধ বেশি ডোজ দেওয়া ঠিক নয়। এ্যামোডিস ভেট ট্যাবলেট গর্ভবতি পশুকে দেওয়া যাবে। মেট্রোনিডাজল গ্রুপের ঔষধ গর্ভ সেভ।

এ্যামোডিস ভেট ট্যাবলেট মাত্রা ও প্রয়োগবিধিঃ


এ্যামোডিস ভেট ট্যাবলেট বেশি ডোজে ব্যবহার করলে পশু অসুস্থ হয়ে যেতে পারে। ডোজ জেনে পশুকে প্রয়োগ করতে হবে। এ্যামোডিস ভেট ট্যাবলেট এর মাত্রা ও প্রয়োগবিধি হলো-
  • গরু, মহিষ ও ঘোড়াঃ প্রতি ২৪ ঘন্টায় ১০০ কেজি ওজনের জন্য ২ টি ট্যাবলেট।
  • ছাগল ও ভেড়াঃ ২৪ ঘন্টায় ১০ কেজি ওজনের জন্য ১ টি ট্যাবলেট।
  • হাঁস ও মুরগিঃ ১ লিটার পানিতে ১ টি ট্যাবলেট ব্যবহার করা যাবে।

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর দাম


এ্যামোডিস ভেট একটি ট্যাবলেট এর দাম মাত্র ৪ টাকা। কম দামে মেট্রোনিডাজল গ্রুপের ঔষধ এ্যামোডিস ভেট ট্যাবলেট পাওয়া যায়। এই দাম কিছু কম বেশি হতে পারে, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে দাম কিছু কম বেশি হতে পারে।

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর প্যাক সাইজ


এ্যামোডিস ভেট ট্যাবলেট এর প্যাক সাইজ ৪ X ৫ বা ২০ টি। একটি বক্সে ২০ টি ট্যাবলেট থাকে, একটি পাতাতে ৪ টি ট্যাবলেট থাকে ও একটি বক্সে ৫ টি পাতা থাকে। এই প্যাক সাইজে স্কয়ার কম্পানি এ্যামোডিস ভেট ট্যাবলেট সরবরাহ করে।

FAQ


এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ কি?

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ হলো গরু, ছাগল, হাঁস-মুরগির আমশয় ও পাতলা পায়খানার ঔষধ। ছাগল, গরু, হাঁস-মুরগি আমশয় ও পাতলা পায়খানা রোগে আক্রান্ত হলে ডোজ অনুযায়ী Amodis Vet ট্যাবলেট অত্যান্ত কার্যকর।

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর ডোজ কত?

এ্যামোডিস ভেট ইনজেকশন এর ডোজ গরু বা মহিষ এর ১০০ কেজি বডি ওজনের জন্য প্রতি ২৪ ঘন্টায় ২ টি। ছাগল বা ভেড়া এর ১০ কেজি ওজনের জন্য ১ টি। হাঁস মুরগির জন্য ১ লিটার পানিতে ১ টি ট্যাবলেট।

এ্যামোডিস ভেট ট্যাবলেট এর দাম কত?

এ্যামোডিস ভেট একটি ট্যাবলেট এর দাম মাত্র ৪ টাকা।



উপসংহারঃ

এ্যামোডিস ভেট ট্যাবলেট (Amodis Vet Tablet) এর কাজ কি? ডোজ ও দাম কত? ইত্যাদি সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, এ্যামোডিস ভেট ট্যাবলেট এর কাজ কি সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url