Pronapen Injection Vet: Pronapen 40 lac এর কাজ কি?

পেনিসিলিন গ্রুপের রেনেটা কম্পানির এন্টিবায়োটিক এর নাম প্রোনাপেন ৪০ লাখ ( Pronapen 40 Lac)। Pronapen 40 lac এর কাজ হলে প্রাণীর তড়কা, নিউমোনিয়া, ম্যাষ্টাইটিস, কাটা ঘাঁ ইত্যাদি রোগে ব্যবহিত এন্টিবায়োটিক। অল্প টাকাই পশুর জন্য ভালে একটি ঔষধ হলো Pronapen 40 lac injection. Pronapen injection vet price only 45 taka in bangladesh. মাত্র ৪৫ টাকার প্রোনাপেন ৪০ লাখ ইনজেকশন টির প্রতি ভায়াল এ আছে, প্রোকেইন পেনিসিলিন বিপি ৩০ লাখ ইউনিট এবং বেনজাইল পেনিসিলিন সোডিয়াম ১০ লাখ ইউনিট।


Pronapen 40 lac এর কাজ
Pronapen 40 lac এর কাজ

আমি একজন ভেটেনেয়ারি ডাক্তার। তাই আমি আপনাদের প্রোনাপেন ৪০ লাখ ইনজেকশন ( Pronapen 40 lac injection vet ) কাজ, ডোজ ও দাম সম্পর্কে ভালো ধারণা দিতে পারবো। আমাদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য ঔষধের ডোজ সম্পর্কে ভালো ভাবে জানা প্রয়জন। প্রোনাপেন ৪০ লাখ এর সঠিক ডোজ হলো গরু মহিষ ও ঘোড়ার জন্য প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১০ মি.লি. এবং ছাগল ও ভেড়ার জন্য প্রতি ১০ কেজি ওজনের জন্য ১ মি.লি. করে প্রাণীর গভীর মাংসপেশীতে প্রয়োগ করতে হবে।


প্রোনাপেন ৪০ লাখ এর ডোজ

এই পোস্ট টি সম্পর্ণ পড়লে আপনারা যে বিষয় গুলে জানতে পারবেন
  • Pronapen 40 lac এর কাজ কি?
  • Pronapen injection vet price in bangladesh
  • প্রোনাপেন ৪০ লাখ এর ডোজ ( Pronapen 40 lac injection dose)

ঔষধ এর নাম ( Commercial Name ) প্রোনাপেন ৪০ লাখ ( Pronapen 40 lac )
ঔষধ এর গ্রুপ ( Generic Name ) প্রোকেইন পেনিসিলিন, বেনজাইল পেনিসিলিন Procaine ( Penicillin, Benzyle Penicillin )
গঠন ( Composition ) প্রোকেইন পেনিসিলিন বিপি ৩০ লাখ এবং বেনজাইল পেনিসিলিন সোডিয়াম ১০ লাখ ( Procaine Penicillin 30 lac, Benzyle Penicillin 10 lac )
প্যাক সাইজ ( Available Pack Size ) ১০ মি.লি. ভায়াল ( 10 ml )
দাম ( Price ) মাত্র ৪৫ টাকা ( Only 45 taka )
ডোজ ( Dose ) ১০০ কেজি ওজনের বড় প্রাণীর জন্য ১০ মি.লি. এবং ১০ কেজি ওজনের ছোট প্রাণীর জন্য ১ মি.লি. (10 ml for large animals weighing 100 kg. and 1 ml for small animals weighing 10 kg)

প্রোনাপেন ৪০ লাখ এর দাম কত?


রেনপটা কম্পানির পেনিসিলিন গ্রুপের প্রোনাপেন ৪০ লাখ এর দাম মাত্র ৪৫ টাকা। এই এন্টিবায়োটিক টি খুবই ভালো কাজ করে প্রাণীর দেহে।

প্রোনাপেন ৪০ লাখ এর কাজ কি?


প্রোনাপেন ৪০ লাখ ইনজেকশন টি হলো এন্টিবায়োটিক। প্রাণীর যে সকল রোগে প্রোনাপেন ৪০ লাখ ব্যবহার করা হয়-
  • তড়কা বা এনথ্রাক্স
  • বাদলা বা ব্লাক কোয়ার্টার
  • এক্টিনোমাইকোসিস
  • বাছুরের ডিপথেরিয়া
  • পা পচাঁ বা ফুট রট
  • ম্যালিগন্যান্ট ইডিমা
  • নিউমোনিয়া
  • নাভিতে ঘাঁ
  • কাটা ঘাঁ ও পোড়া ঘাঁ
  • ম্যাষ্টাইটিস
  • জরায়ুর প্রদাহ বা মেট্টাইটিস
  • ইকুয়াইন নিউমোনিয়া

প্রোনাপেন ৪০ লাখ এর কার্যকরী উপাদান


প্রোনাপেন ৪০ লাখ এর প্রতিটি ভায়াল এ আছেঃ


উপাদান পরিমান
প্রোকেইন পেনিসিলিন বিপি ৩০ লাখ ইউনিট
বেনজাইল পেনিসিলিন সোডিয়াম ১০ লাখ ইউনিট

প্রোনাপেন ৪০ লাখ এর ডোজ বা মাত্রা ও প্রয়োগবিধি


প্রোনাপেন ৪০ লাখ ইনজেকশনের ভায়ালে ৮.৪ মি.লি. ডিষ্টিলড ওয়াটার মিশ্রিত করে ১০ মি.লি. সলিউশন তৈরি করে রোগাক্রান্ত প্রাণীর গভীর মাংসপেশীতে প্রয়োগ করতে হবে।
মাত্রাঃ প্রাণীর দৈহিক ওজন অনুযায়ী প্রোনাপেন ৪০ লাখ এর মাত্রা বা ডোজ নিম্নরুপ-

প্রাণী দৈহিক ওজন দৈনিক মাত্রা
গরু, মহিষ ও ঘোড়া প্রতি ১০০ কেজি - ১০ মি.লি.
ছাগল ও ভেড়া প্রতি ১০ কেজি - ১ মি.লি.

প্রতি ২৪ ঘন্টা পরপর প্রোনাপেন ৪০ লাখ ইনজেকশন দেওয়া যাবে। রোগের লক্ষণ বিলুপ্ত হবার পর আরও ১-২ দিন প্রোনাপেন ৪০ লাখ ইনজেকশন ব্যবহার করা উচিৎ।

প্রোনাপেন ৪০ লাখ ইনজেকশন সরবরাহ

৪০ লাখ ভায়াল  x ১ ওয়াটার ফর ইনজেকশন


Pronapen injection vet price in bangladesh


উপসংহার: প্রোনাপেন ৪০ লাখ ইনজেকশন (Pronapen 40 lac injection) সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Tag:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url