গরুর কৃমির ট্যাবলেট এর নাম: রেনাডেক্স ট্যাবলেট এর কাজ ও খাওয়ানোর নিয়ম
গরুর কৃমির ট্যাবলেট এর নাম হলো রেনাডেক্স, বেনাজল, এ্যালমেক্স, এলটি ভেট, এলটি ভেট ডিএস, লিভা ভেট, লিভা নিড, ডাবল ডেক্স, ইনডেক্স ইত্যাদি। প্রতি ১ মন বা ৪০ কেজি ওজনের গরুর জন্য ১ টি ট্যাবলেট হিসেব করে, গরুকে রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
আমি একজন ভেটেনিয়ারি ডাক্তার, তাই আমি গরুর ভালো কৃমির ট্যাবলেট এর নাম এবং রেনাডেক্স ট্যাবলেট এর কাজ ও খাওয়ানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারবো।
আজকের এই পোস্ট এ যে সকল বিষয় গুলো আপনাদের জানানো হবে, সেগুলো হলো-
- গবাদিপশুকে কৃমি মুক্ত রাখার উপায়
- গরুর কৃমির ট্যাবলেট এর নাম
- গরুর কলিজা কৃমির লক্ষণ
- গরুর কলিজা কৃমির ট্যাবলেট
- গর্ভবতী গাভীর কৃমির ওষুধ
- রেনাডেক্স ট্যাবলেট এর কাজ
- রেনাডেক্স ট্যাবলেট এর ডোজ
- গরুর কৃমির ঔষধ খাওয়ানোর নিয়ম
- রেনাডেক্স ট্যাবলেট খাওয়ানোর নিয়ম
- রেনাডেক্স ট্যাবলেট দাম
- রেনাডেক্স ট্যাবলেট প্যাক সাইজ
গবাদিপশুকে কৃমি মুক্ত রাখার উপায়
গবাদিপশুকে কৃমি মুক্ত রাখার উপায় হলো ফার্ম পরিষ্কার রাখা ও পরিষ্কার খাবার প্রদান করা। বিভিন্ন কারণে গবাদিপশু কৃমি দ্বারা অাক্রান্ত হতে পারে, তাই আমাদের সেই সকল বিষয় গুলো খেয়াল রাখতে হবে। যে সকল কাজ করলে গবাদিপশুকে কৃমি মুক্ত রাখার যাবে, সেগুলো হলো-
- ফার্মে স্যাতসেতে পরিবেশ না রাখা।
- ফার্মের আসে পাশে বণ্য প্রাণী আসা বন্ধ করা।
- ফার্মে বালি ব্যবহার করা, যেনো বর্ষার সময়ে পানি জমে না থেকে।
- খাবার এর সাথে মাটি বা অপরিষ্কার খাবার দেওয়া থেকে বিরত থাকা।
- নিয়মিত খাবার পাত্র ও ফার্ম পরিষ্কার করা।
গরুর কৃমির ট্যাবলেট এর নাম
সব থেকে ভালো গরুর কৃমির ট্যাবলেট এর নাম হলো রেনাডেক্স। রেনাডেক্স গরুর কলিজা কৃমি ও গোলকৃমি অাক্রান্ত থেকে রক্ষা করে। এছারা বাজারে বিভিন্ন কম্পানির গরুর কৃমির ট্যাবলেট পাওয়া যায়, সেগুলোর নাম হলো, বেনাজল, এ্যালমেক্স, এলটি ভেট, এলটি ভেট ডিএস, লিভা ভেট, লিভা নিড, ডাবল ডেক্স, ইনডেক্স ইত্যাদি।
গরুর কলিজা কৃমির লক্ষণ
গরুর কলিজা কৃমির লক্ষণ হলো পাইখানার সাথে কৃমি পড়া ও লিভার এর কাজে ব্যাঘাত দেওয়ার কারণে বদ হজম হওয়া। এছাড়া গরুর কলিজা কৃমির কিছু লক্ষণ রয়েছে, যেমন-
- খাবার এর অরুচি দেখা দেই।
- পাইখানা নরম হয়।
- গরুর শরীর চেয়াই না।
- গরুর শরীরে রক্ত স্বল্পতা দেখা দেই।
গরুর কলিজা কৃমির ট্যাবলেটঃ
গরুর কলিজা কৃমির ট্যাবলেট হলো রেনাডেক্স, ইনডেক্স, ডাবল ডেক্স, এলটি ভেট, এলটি ভেট ডিএস ইত্যাদি। বাজারে বিভিন্ন কম্পানির গরুর কলিজা কৃমির ট্যাবলেট পাওয়া যায়। সব গুলেই ভালো, তবে আমি রেনেটা কম্পানির রেনাডেক্স কলিজা কৃমির ট্যাবলেট টি গরুকে দিয়ে থাকি।গর্ভবতী গাভীর কৃমির ওষুধ
গর্ভবতী গাভীর কৃমির ওষুধ খাওয়ানো যাবে, যেমন রেনাডেক্স, ইনডেক্স, ডাবল ডেক্স ইত্যাদি। আমরা জানি প্রতি ৩ মাস বা ৯০ দিন পর পর গরুকে কৃমি নশক করতে হয়। গর্ভবতী গাভীকে ৩ মাস পর পর কৃমির ওষধ দিতে হবে।
রেনাডেক্স ট্যাবলেট এর কাজ
রেনাডেক্স ট্যাবলেট এর কাজ হলো গবাদি পশুর কলিজা কৃমি ও গোলকৃমি নাশক। ফ্যাসিওলা হেপাটিকা ও ফ্যাসিওলা জাইগেনটিকা দ্বারা সৃষ্ট সব ধরনের (যথাঃ তীব্র, অতি তীব্র ও ক্রনিক) কলিজা কৃমি জনিত রোগ এবং পাকস্থলী ও অন্তনালীর প্রধান প্রধান গোলকৃমি যেমন-
- এবোমেজাম এর হেমনকাস ও অস্টরটেজিয়া
- ক্ষুদ্রান্ত্রের কুপারিয়া
- ট্রাইকোষ্ট্রানজাইলাস ও বুনোষ্টোমাম
- বৃহদন্ত্রের ইসোফেগাষ্টোমাম ও ট্রাইচুরিস
- ফুসফুসের ডিকটাইওকলাস
এ সকল প্রজাতির বিভিন্ন প্রকার কৃমি রেনাডেক্স ট্যাবলেট দ্বারা সমূলে বিনাশ করা হয়।
কার্যকরী উপাদানঃ
প্রতিটি রেনাডেক্স ট্যাবলেট এ কার্যকরী উপাদান আছে-- ট্রাইক্লাবেন্ডাজল আই.এন.এন - ৯০০ মি.গ্রা.
- লিভামিসোল বিপি - ৬০০ মি.গ্রা.
রেনাডেক্স ট্যাবলেট এর ডোজ
![]() |
রেনাডেক্স ট্যাবলেট এর ডোজ |
রেনাডেক্স ট্যাবলেট এর ডোজ হলো ১০০ কেজি ওজনের একটি গরুর জন্য ২ টি ট্যাবলেট। প্রতি ১ মন বা ৪০ কেজি ওজনের গরুর জন্য ১ টি ট্যাবলেট হিসেব করে, গরুকে রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
রেনাডেক্স ট্যাবলেট খাওয়ানোর আগে আমাদের ভালোকরে গরুর ওজন স্কেল এ মেপে অথবা একটি তাক করে মেপে নিতে হবে। গরুকে কৃমির ঔষধ খাওয়ানোর জন্য ওজন জানা টি খুবই প্রয়োজন।
গরুর কৃমির ঔষধ খাওয়ানোর নিয়ম
গরুর কৃমির ঔষধ খাওয়ানোর নিয়ম হলো সকালে খালি পেটে এবং গরুর ওজন অনুযায়ি। কৃমির ঔষধ যদি গরুর ওজন অনুযায়ী কম খাওয়ানো হয়, তাহলে কৃমি মারা যাওয়ার বদলে আরো বৃদ্ধি পাবে। সঠিক ভাবে গরুর ওজন নিয়ে, যে কৃমির ঔষধ খাওয়ানো হবে তার নির্দেশনা মতো ডোজে খাওয়াতে হবে।
আমরা সামান্য একটু বেশি ডোজে গরুকে কৃমির ঔষধ খাওয়াবো, এতে কোনো সমস্যা হবে না। তবে কম ডোজে কৃমির ঔষধ গরুকে খাওয়ালে তা কোনো কাজে আসবে না। নিম্নে রেনাডেক্স ট্যাবলেট খাওয়ানোর নিয়ম দেওয়া হলো।
রেনাডেক্স ট্যাবলেট খাওয়ানোর নিয়মঃ
রেনাডেক্স ট্যাবলেট খাওয়ানোর নিয়ম হলো সকালে খালি পেটে। প্রতি কেজি দৈহিক ওজনের জন্য অথবা প্রণীর দৈহিক ওজন অনুযায়ী নীচের ছক অনুসারে রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে। যেমন-- ১০-২০ কেজি দৈহিক ওজনের জন্য ১/৪ টি রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
- ২১-৪০ কেজি দৈহিক ওজনের জন্য ১/২ টি রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
- ৪১-৭৫ কেজি দৈহিক ওজনের জন্য ১ টি রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
- ৭৬-১৫০ কেজি দৈহিক ওজনের জন্য ২ টি রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
- ১৫১-২২৫ কেজি দৈহিক ওজনের জন্য ৩ টি রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
- ২২৬-৩০০ কেজি দৈহিক ওজনের জন্য ৪ টি রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
- ৩০১-৩৭৫ কেজি দৈহিক ওজনের জন্য ৫ টি রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
- ৩৭৬-৪৫০ কেজি দৈহিক ওজনের জন্য ৬ টি রেনাডেক্স ট্যাবলেট খাওয়াতে হবে।
রেনাডেক্স ট্যাবলেট পানিতে গুলিয়ে কিংবা খাদ্যের সঙ্গে (চিটা গুড় বা রাবের সাথে মিশিয়ে কিংবা কলাপাতায় মুড়িয়ে) সরাসরি মুখে খাওয়াতে হবে।
নিরাপত্তা মাত্রাঃ
রেনাডেক্স ট্যাবলেট এর নিরাপত্তা মাত্রা কমপক্ষে ৩ গুন। রেনাডেক্স ট্যাবলেট প্রাণী দেহে অত্যন্ত সহনীয়। ট্রাইক্লাবেন্ডাজল নির্ধারিত মাত্রা প্রয়া ১৬ গুন এবং লিভামিসোল ৩ গুন বেশী পর্যন্ত নিরাপত্তা মাত্রা রয়েছে।বিপরীত নির্দেশনা ও সতর্কতাঃ
রেনাডেক্স ট্যাবলেট এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্য যে কোন রোগের চিকিৎসা চলাকালীন সময়েও রেনাডেক্স ব্যবহার করা যায়।ঔষধ প্রত্যাহারের সময়ঃ
রেনাডেক্স ট্যাবলেট দ্বারা চিকিৎসা শেষ হবার ২৮ দিন পর্যন্ত উক্ত প্রণীর মাংস এবং ১০ দিন পর্যন্ত দুগ্ধদানকারী গাভীর দুধ মানুষের খাদ্য হিসেবে ব্যবহার অনুচিত।রেনাডেক্স ট্যাবলেট খাওয়ানোর পর প্রাণীকে পর্যাপ্ত পরিমান পানি খেতে দিতে হবে।
রেনাডেক্স ট্যাবলেট দাম
রেনাডেক্স ট্যাবলেট দাম প্রতি পিচ প্রায় ২২ টাকা। অল্প দামের রেনেটা কম্পানির কলিজা কৃমির ঔষধ টি খুবই ভালো। নিম্নে রেনাডেক্স ট্যাবলেট এর প্যাক সাইজ ও প্যাক এর দাম দেওয়া হলো।
nice