লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি - বীজের দাম ও চারার দাম কত?

লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি হলো, প্রতি হেক্টর জমিতে লাল তীর বাবু পেঁপের বীজ প্রয়োজন হবে ৭০ - ৮০ গ্রাম। সাধারণত ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টি লাল তীর বাবু পেঁপে চারা প্রয়োজন হয় প্রতি হেক্টর জমির জন্য। সঠিক পদ্ধতিতে লাল তীর বাবু পেঁপে চাষ করলে অধিক মুনাফা পাওয়া সম্ভব হবে।

আমি একজন লাল তীর বাবু পেঁপে চাষী, তাই আমি আপনাদের লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি, লাল তীর বাবু পেঁপে বীজের দাম, লাল তীর বাবু পেঁপে বীজ কোথায় পাওয়া যাবে, লাল তীর বাবু পেঁপে বীজ কোন কোম্পানির ও লাল তীর বাবু পেঁপে চারার দাম কত এই সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।

নিম্নে যে সকল বিষয় গুলো পর্যাই ক্রমে আলোচনা করা হয়েছে, সেগুলে হলো-

  • লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি
  • লাল তীর বাবু পেঁপের চারা রোপণ পদ্ধতি:
  • লাল তীর বাবু পেঁপে গাছে সার প্রয়গ পদ্ধতি:
  • লাল তীর বাবু পেঁপে গাছের পরিচর্যা:
  • লাল তীর বাবু পেঁপে সংগ্রহ:
  • লাল তীর বাবু পেঁপে বীজের দাম
  • লাল তীর বাবু পেঁপে বীজ কোথায় পাওয়া যাবে
  • লাল তীর বাবু পেঁপে চারার দাম
আরো পড়ুনঃ টবে পেঁপে চাষ পদ্ধতি - টবে পেঁপে গাছের পরিচর্যা

লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি


লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি
লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি

লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি হলো প্রথমে বীজ সংগ্রহ করে চারা রোপন করা। লাল তীর বাবু পেঁপের সুপরিচিত কম্পানির বীজ বপন করা ভালো। লাল তীর বাবু পেঁপের চারা বপন করার নিয়ম হলো-

  • প্রথমে লাল তীর বাবু পেঁপে বীজ গুলো রোদে ৬০ মিনিট শুকিয়ে নিতে হবে।
  • এখন লাল তীর বাবু পেঁপে বীজ গুলো ২ - ৫ ঘন্টা ছায়া স্থানে রেখে দিতে হবে।
  • এখন লাল তীর বাবু পেঁপে বীজ গুলো ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।
  • এবার লাল তীর বাবু পেঁপে চারা বপনের জন্য পলি ব্যাগ সংগ্রহ করতে হবে।
  • পলি ব্যাগ এ ৫০% বেলে-দোআঁস মাটি ও ৫০% জৈব সার দিয়ে পূরণ করতে হবে।
  • প্রতিটি পলি ব্যাগে নিয়ে ৪ - ৫ টি করে ফুটা করে রাখতে হবে। কারন পলি ব্যাগ এ বেশি পানি জমতে না পারে।
  • এবার প্রতিটি ব্যাগ এ একটি করে লাল তীর বাবু পেঁপে বীজ বপন করতে হবে। একটি ব্যাগ এ একটির বেশি লাল তীর বাবু পেঁপে চারা তৈরি করা যাবে না।

লাল তীর বাবু পেঁপের চারা রোপণ পদ্ধতি:


লাল তীর বাবু পেঁপের চারা সঠিক পদ্ধতিতে রোপণ না করতে পারলে ভালো গাছ হবে না। লাল তীর বাবু পেঁপের চারা রোপণ পদ্ধতি হলো-

  • লাল তীর বাবু পেঁপের চারা বয়স ৪৫ - ৬০ দিন হলে রোপণ করার জন্য উপযুক্ত হয়।
  • জমিতে বেড করে নালা তৈরি করে নিতে হবে। কারন লাল তীর বাবু পেঁপের জমিতে যেন পানি জমে না থাকে।
  • এবার লাল তীর বাবু পেঁপে চারা লাগানোর জন্য ৬০ সে.মি. গর্ত ও ৬০ সে.মি. পরিধি করে গর্ত তৈরি করতে হবে।
  • প্রতি গর্তের দূরত্ব হবে ৪ ফিট।
  • এখন প্রতি গর্তে ৫০% জৈব সার প্রয়োগ করে চারা রোপণ করতে হবে।

লাল তীর বাবু পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি:


সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করতে না পারলে লাল তীর বাবু পেঁপে গাছ তাড়াতারি বড় হবে না এবং ফলন পেতে দেরি হবে। লাল তীর বাবু পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি হলো-

  • লাল তীর বাবু পেঁপে চারা রোপণের পর যখন নতুন পাতা আসবে, তখন প্রথম সার প্রয়োগ করতে হবে।
  • এবার প্রতি টি লাল তীর বাবু পেঁপে গাছের চার পাস দিয়ে ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে।
  • প্রতি ১ মাস পর পর একই নিয়মে সার প্রয়োগ করতে হবে।
  • যখন লাল তীর বাবু পেঁপে গাছে ফুল আসবে তখন, সার ১০০ গ্রাম ইউরিয়া ও ১০০ গ্রাম এমপি সার প্রতি গাছের চারপাশে প্রয়োগ করতে হবে।
  • ফল সংগ্রহের আগে পর্যন্ত সার প্রয়োগ করতে হবে।

লাল তীর বাবু পেঁপে গাছের পরিচর্যা:


পরিচর্যা না করলে কোনো গাছের ভালো ফলন পাওয়া যাবে না। তাই আমাদের লাল তীর বাবু পেঁপে গাছের সঠিক পরিচর্যা করতে হবে। লাল তীর বাবু পেঁপে গাছের পরিচর্যা হলো-

  • লাল তীর বাবু পেঁপে গাছের গোড়াই অাগাছা জন্মালে, পরিষ্কার করতে হবে।
  • লাল তীর বাবু পেঁপে গাছের গোড়াই মাটি মাঝে মাঝে আলগা করে দিতে হবে।
  • লাল তীর বাবু পেঁপে গাছে পোকার আক্রমন থেকে রক্ষা পেতে বিষ প্রয়োগ করতে হবে।
  • লাল তীর বাবু পেঁপে গাছে অধিক পেঁপে ধরলে, কিছু পেঁপে ঝড়িয়ে ফেলতে হবে। করণ বেশি পেঁপে থাকলে, পেঁপে মোটা হবে না।

লাল তীর বাবু পেঁপে সংগ্রহ:


লাল তীর বাবু পেঁপে সংগ্রহ সঠিক সময়ে করতে হবে। সঠিক সময়ে গাছ থেকে পেঁপে পাড়লে ওজন বেশি হবে। কাচা লাল তীর বাবু পেঁপে কিছু দিয়ে ঠোকা দিলে দুধের মতো ঘনো আঠা বের হবে। আবার লাল তীর বাবু পেঁপে পরিপক্ক হয়ে গেলে, পেঁপে তে কিছু দিয়ে ঠোকা দিলে পাতলা সাদা আঠার মতো তরল পদার্থ বের হবে। এই সময়ে লাল তীর বাবু পেঁপে গাছ থেকে পাড়তে হবে।

লাল তীর বাবু পেঁপে বীজের দাম


লাল তীর বাবু পেঁপে বীজের দাম
লাল তীর বাবু পেঁপে বীজের দাম

২ গ্রাম লাল তীর বাবু পেঁপে বীজের দাম ৪০০ - ৪৫০ টাকা। ২ গ্রাম লাল তীর বাবু পেঁপে বীজের প্যাকেটে বীজ থাকে ৭০ - ৮০ টি। তাহলে প্রতিটি লাল তীর বাবু পেঁপে বীজের দাম ৬.৫ টাকা। ভালো পেঁপে বীজ না কিনতে পারলে, ফলন কম হবে। চেনা জানা ব্যাক্তির সাথে লাল তীর বাবু পেঁপে বীজ কিনবেন।

লাল তীর বাবু পেঁপে বীজ কোথায় পাওয়া যাবে


লাল তীর বাবু পেঁপে বীজ আপনার এলাকাই কাচা সবজি বেচা কেনা বাজারে, বীজের দোকানে পাওয়া যাবে। আপনার পরিচিত দোকান থেকে লাল তীর বাবু পেঁপে বীজ ক্রয় করবেন। এখন অনেকে অজানা পেঁপে বীজ প্যাকেট করে, লাল তীর বাবু পেঁপে বীজ বলে বিক্রয় করছে। তাই লাল তীর বাবু পেঁপে বীজ ক্রয় করার সময় দেখে বুঝে ক্রয় করবেন।

লাল তীর বাবু পেঁপে চারার দাম


লাল তীর বাবু পেঁপে চারার দাম ২৫ - ৩০ টাকা হয়ে থাকে। চারার দাম বেসি কারণ একটি লাল তীর বাবু পেঁপে বীজের দাম ৬.৫ টাকা। এত দাম দিয়ে লাল তীর বাবু পেঁপে বীজ ক্রয় করে চারা রোপণ করে, ২৫ - ৩০ টাকা চারার দাম হবেই। আমাদের উচিত হবে নিজে চারা রোপণ করা। কারণ নিজে লাল তীর বাবু চারা রোপণ করলে, ভালো মানের সঠিক জাতের চারা পাওয়া যাবে।

FAQ

লাল তীর বাবু পেঁপে চাষ কিভাবে করতে হয়?

সঠিক পদ্ধতি জানা থাকলে, খুব সহজে লাল তীর বাবু পেঁপে চাষ করতে পারবেন। আমাদের এই পোস্ট এ লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি বিস্তারিত ভাবে আলোচনা করা আছে।

লাল তীর বাবু পেঁপে বীজ কোথায় পাওয়া যাবে?

বিভিন্ন সবজি বীজ বিক্রয় করে, এমন দোকানে লাল তীর বাবু পেঁপে বীজ পাওয়া যাবে৷ সজবি বীজের দোকান কোথাই ও কোন দোকান থেকে ক্রয় করবেন তা বিস্তারিত এই পোস্ট এ আলোচনা করা আছে।

লাল তীর বাবু পেঁপে বীজের দাম কত?

লাল তীর বাবু পেঁপে বীজের দাম প্রতি পিচ ৬.৫ টাকা। একটি প্যাকেটে কত টি লাল তীর বাবু পেঁপে বীজ থাকে তা বিস্তারিত এই পোস্ট এ দেওয়া আছে।

লাল তীর বাবু পেঁপে চারার দাম কত?

লাল তীর বাবু পেঁপে চারার দাম ২৫ - ৩০ টাকা। কেনো লাল তীর বাবু পেঁপের চারার দাম এতো বেশি তা বিস্তারিত এই পোস্ট এ দেওয়া আছে।


উপসংহারঃ

লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি - লাল তীর বাবু পেঁপে বীজের দাম ও চারার দাম কত? এই সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি - লাল তীর বাবু পেঁপে বীজের দাম ও চারার দাম কত? এই সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url