তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি - বীজের দাম ও চারার দাম কত?

তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি হলো, প্রতি হেক্টর জমিতে তাইওয়ান কিং পেঁপের বীজ প্রয়োজন হবে ৭০ - ৮০ গ্রাম। সাধারণত ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টি তাইওয়ান কিং পেঁপে চারা প্রয়োজন হয় প্রতি হেক্টর জমির জন্য। সঠিক পদ্ধতিতে তাইওয়ান কিং পেঁপে চাষ করলে অধিক মুনাফা পাওয়া সম্ভব হবে।

আমি একজন তাইওয়ান কিং পেঁপে চাষী, তাই আমি আপনাদের তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি, তাইওয়ান কিং পেঁপে বীজের দাম, তাইওয়ান কিং পেঁপে বীজ কোথায় পাওয়া যাবে, তাইওয়ান কিং পেঁপে বীজ কোন কোম্পানির ও তাইওয়ান কিং পেঁপে চারার দাম কত এই সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।

নিম্নে যে সকল বিষয় গুলো পর্যাই ক্রমে আলোচনা করা হয়েছে, সেগুলে হলো-

  • তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি
  • তাইওয়ান কিং পেঁপের চারা রোপণ পদ্ধতি:
  • তাইওয়ান কিং পেঁপে গাছে সার প্রয়গ পদ্ধতি:
  • তাইওয়ান কিং পেঁপে গাছের পরিচর্যা:
  • তাইওয়ান কিং পেঁপে সংগ্রহ:
  • তাইওয়ান কিং পেঁপে বীজের দাম
  • তাইওয়ান কিং পেঁপে বীজ কোথায় পাওয়া যাবে
  • তাইওয়ান কিং পেঁপে বীজ কোন কোম্পানির
  • তাইওয়ান কিং পেঁপে চারার দাম
আরো পড়ুনঃ লাল তীর বাবু পেঁপে চাষ পদ্ধতি - বীজের দাম ও চারার দাম কত?

তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি


তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি
তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি

তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি হলো প্রথমে বীজ সংগ্রহ করে চারা রোপন করা। তাইওয়ান কিং পেঁপের সুপরিচিত কম্পানির বীজ বপন করা ভালো। তাইওয়ান কিং পেঁপের চারা বপন করার নিয়ম হলো-

  • প্রথমে তাইওয়ান কিং পেঁপে বীজ গুলো রোদে ৬০ মিনিট শুকিয়ে নিতে হবে।
  • এখন তাইওয়ান কিং পেঁপে বীজ গুলো ২ - ৫ ঘন্টা ছায়া স্থানে রেখে দিতে হবে।
  • এখন তাইওয়ান কিং পেঁপে বীজ গুলো ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।
  • এবার তাইওয়ান কিং পেঁপে চারা বপনের জন্য পলি ব্যাগ সংগ্রহ করতে হবে।
  • পলি ব্যাগ এ ৫০% বেলে-দোআঁস মাটি ও ৫০% জৈব সার দিয়ে পূরণ করতে হবে।
  • প্রতিটি পলি ব্যাগে নিয়ে ৪ - ৫ টি করে ফুটা করে রাখতে হবে। কারন পলি ব্যাগ এ বেশি পানি জমতে না পারে।
  • এবার প্রতিটি ব্যাগ এ একটি করে তাইওয়ান কিং পেঁপে বীজ বপন করতে হবে। একটি ব্যাগ এ একটির বেশি তাইওয়ান কিং পেঁপে চারা তৈরি করা যাবে না।

তাইওয়ান কিং পেঁপের চারা রোপণ পদ্ধতি:


তাইওয়ান কিং পেঁপের চারা সঠিক পদ্ধতিতে রোপণ না করতে পারলে ভালো গাছ হবে না। তাইওয়ান কিং পেঁপের চারা রোপণ পদ্ধতি হলো-

  • তাইওয়ান কিং পেঁপের চারা বয়স ৪৫ - ৬০ দিন হলে রোপণ করার জন্য উপযুক্ত হয়।
  • জমিতে বেড করে নালা তৈরি করে নিতে হবে। কারন তাইওয়ান কিং পেঁপের জমিতে যেন পানি জমে না থাকে।
  • এবার তাইওয়ান কিং পেঁপে চারা লাগানোর জন্য ৬০ সে.মি. গর্ত ও ৬০ সে.মি. পরিধি করে গর্ত তৈরি করতে হবে।
  • প্রতি গর্তের দূরত্ব হবে ৪ ফিট।
  • এখন প্রতি গর্তে ৫০% জৈব সার প্রয়োগ করে চারা রোপণ করতে হবে।

তাইওয়ান কিং পেঁপে গাছে সার প্রয়গ পদ্ধতি:


সঠিক পদ্ধতিতে সার প্রয়গ করতে না পারলে তাইওয়ান কিং পেঁপে গাছ তাড়াতারি বড় হবে না এবং ফলন পেতে দেরি হবে। তাইওয়ান কিং পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি হলো-

  • তাইওয়ান কিং পেঁপে চারা রোপণের পর যখন নতুন পাতা আসবে, তখন প্রথম সার প্রয়োগ করতে হবে।
  • এবার প্রতি টি তাইওয়ান কিং পেঁপে গাছের চার পাস দিয়ে ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে।
  • প্রতি ১ মাস পর পর একই নিয়মে সার প্রয়োগ করতে হবে।
  • যখন তাইওয়ান কিং পেঁপে গাছে ফুল আসবে তখন, সার ১০০ গ্রাম ইউরিয়া ও ১০০ গ্রাম এমপি সার প্রতি গাছের চারপাশে প্রয়োগ করতে হবে।
  • ফল সংগ্রহের আগে পর্যন্ত সার প্রয়োগ করতে হবে।

তাইওয়ান কিং পেঁপে গাছের পরিচর্যা:


পরিচর্যা না করলে কোনো গাছের ভালো ফলন পাওয়া যাবে না। তাই আমাদের তাইওয়ান কিং গাছের সঠিক পরিচর্যা করতে হবে। তাইওয়ান কিং পেঁপে গাছের পরিচর্যা হলো-

  • তাইওয়ান কিং পেঁপে গাছের গোড়াই অাগাছা জন্মালে, পরিষ্কার করতে হবে।
  • তাইওয়ান কিং পেঁপে গাছের গোড়াই মাটি মাঝে মাঝে আলগা করে দিতে হবে।
  • তাইওয়ান কিং পেঁপে গাছে পোকার আক্রমন থেকে রক্ষা পেতে বিষ প্রয়োগ করতে হবে।
  • তাইওয়ান কিং পেঁপে গাছে অধিক পেঁপে ধরলে, কিছু পেঁপে ঝড়িয়ে ফেলতে হবে। করণ বেশি পেঁপে থাকলে, পেঁপে মোটা হবে না।

তাইওয়ান কিং পেঁপে সংগ্রহ:


তাইওয়ান কিং পেঁপে সংগ্রহ সঠিক সময়ে করতে হবে। সঠিক সময়ে গাছ থেকে পেঁপে পাড়লে ওজন বেশি হবে। কাচা তাইওয়ান কিং পেঁপে কিছু দিয়ে ঠোকা দিলে দুধের মতো ঘনো আঠা বের হবে। আবার তাইওয়ান কিং পেঁপে পরিপক্ক হয়ে গেলে, পেঁপে তে কিছু দিয়ে ঠোকা দিলে পাতলা সাদা আঠার মতো তরল পদার্থ বের হবে। এই সময়ে তাইওয়ান কিং পেঁপে গাছ থেকে পাড়তে হবে।

তাইওয়ান কিং পেঁপে বীজের দাম


তাইওয়ান কিং পেঁপে বীজের দাম
তাইওয়ান কিং পেঁপে বীজের দাম

২ গ্রাম তাইওয়ান কিং পেঁপে বীজের দাম ৪২০ - ৪৫০ টাকা। ২ গ্রাম তাইওয়ান কিং পেঁপে বীজের প্যাকেটে বীজ থাকে ৭০ - ৮০ টি। তাহলে প্রতিটি তাইওয়ান কিং পেঁপে বীজের দাম ৭ টাকা। ভালো পেঁপে বীজ না কিনতে পারলে, ফলন কম হবে। চেনা জানা ব্যাক্তির সাথে তাইওয়ান কিং পেঁপে বীজ কিনবেন।

তাইওয়ান কিং পেঁপে বীজ কোথায় পাওয়া যাবে


তাইওয়ান কিং পেঁপে বীজ আপনার এলাকাই কাচা সবজি বেচা কেনা বাজারে, বীজের দোকানে পাওয়া যাবে। আপনার পরিচিত দোকান থেকে তাইওয়ান কিং পেঁপে বীজ ক্রয় করবেন। এখন অনেকে অজানা পেঁপে বীজ প্যাকেট করে, তাইওয়ান কিং বীজ বলে বিক্রয় করছে। তাই তাইওয়ান কিং পেঁপে বীজ ক্রয় করার সময় দেখে বুঝে ক্রয় করবেন।

তাইওয়ান কিং পেঁপে বীজ কোন কোম্পানির


তাইওয়ান কিং পেঁপে বীজ বিভিন্ন কম্পানির পাওয়া যায়। আপনার আসে পাশে কেউ কোন কম্পানির তাইওয়ান কিং পেঁপে বীজ ক্রয় করে ভালো ফলন পেয়েছে খোজ নিয়ে, বীজ ক্রয় করবেন। যে কম্পানির বীজ ক্রয় করবেন, সেটি খারাপ হলে ফলন কম পাবেন। তাই ভালো কম্পানির তাইওয়ান কিং পেঁপে বীজ ক্রয় করার চেষ্টা করবেন।

তাইওয়ান কিং পেঁপে চারার দাম


তাইওয়ান কিং পেঁপে চারার দাম
তাইওয়ান কিং পেঁপে চারার দাম

তাইওয়ান কিং পেঁপে চারার দাম ২৮ - ৩২ টাকা হয়ে থাকে। চারার দাম বেসি কারণ একটি তাইওয়ান কিং পেঁপে বীজের দাম ৭ টাকা। এত দাম দিয়ে তাইওয়ান কিং পেঁপে বীজ ক্রয় করে চারা রোপণ করে, ২৮ - ৩২ টাকা চারার দাম হবেই। আমাদের উচিত হবে নিজে চারা রোপণ করা। কারণ নিজে তাইওয়ান কিং চারা রোপণ করলে, ভালো মানের সঠিক জাতের চারা পাওয়া যাবে।

FAQ

তাইওয়ান কিং পেঁপে চাষ কিভাবে করতে হয়?

সঠিক পদ্ধতি জানা থাকলে, খুব সহজে তাইওয়ান কিং পেঁপে চাষ করতে পারবেন। আমাদের এই পোস্ট এ তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি বিস্তারিত ভাবে আলোচনা করা আছে।

তাইওয়ান কিং পেঁপে বীজ কোথায় পাওয়া যাবে?

বিভিন্ন সবজি বীজ বিক্রয় করে, এমন দোকানে তাইওয়ান কিং পেঁপে বীজ পাওয়া যাবে৷ সজবি বীজের দোকান কোথাই ও কোন দোকান থেকে ক্রয় করবেন তা বিস্তারিত এই পোস্ট এ আলোচনা করা আছে।

তাইওয়ান কিং পেঁপে বীজের দাম কত?

তাইওয়ান কিং পেঁপে বীজের দাম প্রতি পিচ ৭ টাকা। একটি প্যাকেটে কত টি তাইওয়ান কিং পেঁপে বীজ থাকে তা বিস্তারিত এই পোস্ট এ দেওয়া আছে।

তাইওয়ান কিং পেঁপে বীজ কোন কোম্পানির?

তাইওয়ান কিং পেঁপে বীজ সাধারণত বিভিন্ন কম্পানির পাওয়া যায়। আপনাকে সঠিক কম্পানির বীজ টি ক্রয় করতে হবে। কিভাবে তাইওয়ান কিং পেঁপে বীজ ক্রয় করবেন তা বিস্তারিত এই পোস্ট এ দেওয়া আছে।

তাইওয়ান কিং পেঁপে চারার দাম কত?

তাইওয়ান কিং পেঁপে চারার দাম ২৮ - ৩২ টাকা। কেনো তাইওয়ান কিং পেঁপের চারার দাম এতো বেশি তা বিস্তারিত এই পোস্ট এ দেওয়া আছে।


উপসংহারঃ

তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি - তাইওয়ান কিং পেঁপে বীজের দাম ও চারার দাম কত? এই সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, তাইওয়ান কিং পেঁপে চাষ পদ্ধতি - তাইওয়ান কিং পেঁপে বীজের দাম ও চারার দাম কত? এই সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url