পেঁপে গাছের সার ব্যবস্থাপনা - পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি ও দেওয়ার নিয়ম

পেঁপে গাছের সার ব্যবস্থাপনা সঠিক পদ্ধতিতে না করতে পারলে ফলন ভালো হবে না। পেঁপে গাছে সার প্রয়োগ কম-বেশি হলে পেঁপে ঝরে যাওয়া ও গাছ মারা যেতে পারে। পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি হলো চারা রোপণ করার পর গাছে নতুন পাতা আসলে তখন সার প্রয়োগ করতে হবে। আমাদের সঠিক মাত্রায় পেঁপে গাছে সার প্রয়োগ করতে হবে। পেঁপে গাছে সার দেওয়ার সঠিক নিয়ম হলো প্রতি গাছের চারপাশ দিয়ে ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমপি সার প্রতি মাসে একবার প্রয়োগ করতে হবে। যখন পেঁপে গাছে ফুল আসবে তখন ১০০ গ্রাম ইউরিয়া ও ১০০ গ্রাম এমপি সার প্রতি পেঁপে গাছের চার পাশ দিয়ে দিতে হবে। পেঁপে মোটা হওয়ার আগে পর্যন্ত সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে।

পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি
পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি

এই পোস্ট টি পড়লে আপনি যে সকল বিষয় গুলো জানতে পারবেন সেগুলো হলোঃ
  • পেঁপে গাছের সার ব্যবস্থাপনা
  • পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি
  • পেঁপে গাছে সার দেওয়ার নিয়ম

পেঁপে গাছের সার ব্যবস্থাপনা


পেঁপেতে ভালো ফলন পেতে হলে পেঁপে গাছের সার ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সার দেওয়ার আগে পেঁপে বাগানে আগাছা থাকলে তা পরিষ্কার করতে হবে। পেঁপে বাগানে মাটিতে জো আসলে সেচ দিতে হবে। সেচ দেওয়ার সময় সার প্রয়োগ করতে হবে। পেঁপে গাছ রোপনের পর নতুন পাতা আসলে প্রথম সার প্রয়োগ করতে হবে। এর পর থেকে প্রতি মাসে সার প্রয়োগ করতে হবে। পেঁপে মোটা হওয়ার আগে পর্যন্ত সার প্রয়োগ করতে হবে।

পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি ও পেঁপে গাছে সার দেওয়ার নিয়ম


সঠিক ভাবে পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি ও পেঁপে গাছে সার দেওয়ার নিয়ম হলোঃ
  • পেঁপে চারা তৈরি ও চারা রোপণের সময় জৈব সার প্রয়োগ করতে হবে।
  • পেঁপে চারা রোপণের পর যখন নতুন পাতা আসবে তখন ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমপি সার প্রতি গাছের চারপাশে প্রয়োগ করতে হবে।
  • সার প্রয়োগ করার আসে পেঁপে বাগানে আগাছা পরিষ্কার করে গাছের গোড়ার চারপাশের মাটি হালকা আগলা করে দিতে হবে।
  • সার প্রয়োগের সময় পেঁপে বাগানে সেচ দিতে হবে।

FAQ

পেঁপে গাছে সার প্রয়োগ কিভাবে করতে হবে?

১. পেঁপে চারা তৈরি ও চারা রোপণের সময় জৈব সার প্রয়োগ করতে হবে। ২. পেঁপে চারা রোপণের পর যখন নতুন পাতা আসবে তখন ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমপি সার প্রতি গাছের চারপাশে প্রয়োগ করতে হবে। ৩. সার প্রয়োগ করার আসে পেঁপে বাগানে আগাছা পরিষ্কার করে গাছের গোড়ার চারপাশের মাটি হালকা আগলা করে দিতে হবে। ৪. সার প্রয়োগের সময় পেঁপে বাগানে সেচ দিতে হবে।


উপসংহারঃ

পেঁপে গাছের সার ব্যবস্থাপনা - পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি ও দেওয়ার নিয়ম এই সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, পেঁপে গাছের সার ব্যবস্থাপনা - পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি ও দেওয়ার নিয়ম এই সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url