বেগুন গাছের ঢলে পড়া রোগ এর লক্ষণ, প্রতিকার ও কেন হয়?

বেগুন গাছের ঢলে পড়া রোগ হলো - ব্যাকটেরিয়া জনিত রোগ। বেগুন গাছের ঢলে পড়া রোগ এর প্রথম লক্ষণ হলো বিকেলে বেগুন গাছ ঢলে পড়বে, আবার সকালে সতেজ হয়ে উঠবে। বেগুন গাছের ঢলে পড়া রোগ হয় "রাল্সটোনিয়া সোলানেসিয়ারাম" নামক ব্যাকটেরিয়ার কারণে। সঠিক পদ্ধতিতে বেগুন চাষ করলে এই রোগের প্রতিরোধ করা সম্ভব। বেগুনের ঢলে পড়া রোগের প্রতিকার করতে হলে, প্রথম কাজ হলো সুস্থ-সবল ও রোগ মুক্ত বেগুনের চারা রোপন করা।

আজকের এই আর্টিকেলে যে সকল বিষয় গুলো আলোচনা করবো সেগুলো হলো - বেগুন গাছের ঢলে পড়া রোগ, বেগুনের ঢলে পড়া রোগের প্রতিকার, বেগুন গাছের ঢলে পড়া রোগ কেন হয়, ঢলে পড়া রোগের কারণ কি ইত্যাদি।

বেগুন গাছের ঢলে পড়া রোগ পরিচিতি


রোগের নামঃ

বেগুন গাছের ঢলে পড়া

রোগের লক্ষণঃ

বেগুন গাছের পাতা কান্ড ঢলে পড়বে

রোগের কারণঃ

রাল্সটোনিয়া সোলানেসিয়ারাম নামক ব্যাকটেরিয়ার আক্রমণে

রোগের প্রতিকারঃ

ট্রাই ব্যাসিক কপার সালফেট বেগুনের জমিতে স্প্রে করতে হবে


বেগুন গাছের ঢলে পড়া রোগ


বেগুন গাছের গুরুত্বপূর্ণ একটি রোগ হলো ঢলে পড়া। এই রোগে আক্রান্ত গাছ তুলে ফেলে দিতে হয়, ফলে সেই গাছ টি থেকে ফলন পাওয়া যায় না। এটি একটি ব্যাক্টেরিয়া জনিত রোগ। সঠিক পদ্ধতিতে বেগুন চাষ করলে এই রোগ থেকে মুক্ত থাকা যায়।

বেগুন গাছের ঢলে পড়া রোগ কেন হয়


Ralstonia Solanacearum (রাল্সটোনিয়া সোলানেসিয়ারাম) নামক ব্যাক্টেরিয়ার আক্রমনে বেগুন গাছের ঢলে পড়া রোগ হয়। এই ব্যাক্টেরিয়া বিভিন্ন মাধ্যমে আপনার বেগুনের জমিতে আসে। মানুষ, চারা, কৃষি যন্তপাতি, পাখি ইত্যাদি বিভিন্ন মাধ্যমে এই ব্যাক্টেরিয়া বেগুনের জমিতে আসতে পারে।

বেগুন গাছের ঢলে পড়া রোগ এর লক্ষণ


বেগুন গাছের ঢলে পড়া রোগে আক্রান্ত হলে যে সকল লক্ষণ গুলো দেখা যায় সেগুলো হলো-
  • বেগুন গাছে ঢলে পড়া রোগটি যে কোনো বয়সে হতে পারে।
  • বেগুনের যে গাছটি আক্রান্ত হবে সেই গাছটি পাতা ও কান্ড ঢলে পড়বে।
  • ঢলে পড়া রোগে আক্রান্ত বেগুন গাছটি বিকেলে ঢলে পড়বে এবং সকালে আবার সতেজ হয়ে উঠবে।
  • সাধারণত ৩ থেকে ৫ দিন বেগুন গাছ বিকেলে ঢলে পড়বে ও সকালে সতেজ হবে, এর পর সকালে আর সতেজ হবে না।
  • বেগুন গাছ সবুজ হয়ে শুখিয়ে যাবে।
  • বেগুন গাছ মারা যাওয়ার আগে পাতাই কোনো দাগ পড়া দেখা যায় না।
  • বেগুন গাছটির কান্ডের নিচের দিকে চিরলে কালো দাগ দেখা যায়।
  • এই কান্ড থেকে ধুসর বর্ণের আঠালো তরল পদার্থ বের হবে।
  • এই তরলে রাল্সটোনিয়া সোলানেসিয়ারাম ব্যাক্টেরিয়া উপস্থিত থাকে।

বেগুনের ঢলে পড়া রোগের প্রতিকার


বেগুনের ঢলে পড়া রোগের প্রতিকার গুলো হলো
  • বেগুনের সুস্থ সবল চারা সংগ্রহ করতে হবে।
  • উত্তম হলো নিজে সঠিক পদ্ধতিতে বেগুনের চারা তৈরি করা।
  • ভালো জাতের বেগুন চাষ করতে হবে, যে জাত গুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেই জাতের বেগুন চাষ করতে হবে। যেমন- বারি বেগুন ৬, বারি বেগুন ৭, বারি বেগুন ৮ ইত্যাদি।
  • জমি শেষ চাষ দেওয়ার সময় প্রতি এক হেক্টর জমিতে ২০ থেকে ২৫ কেজি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে।
  • বেগুনের ঢলে পড়া চারা বা গাছ দেখা মাত্রই জমি থেকে সরিয়ে ফেলতে হবে।
  • বেগুনের জমি ভেজা রাখা যাবে না, সেচ দেওয়ার সময়ে প্রয়োজন এর তুলোনাই বেশি দেওয়া যাবে না।
  • বেগুন গাছের গোড়াই কিউপ্রোক্স্যাট ৩৪৫ এসসি (ট্রাই ব্যাসিক কপার সালফেট) ৭ দিন পর পর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে।
  • বেগুন গাছের গোড়াই ক্রোসিন-এজি ১০ এসপি (ব্যাকটেরিয়া নাশক স্ট্রেপ্টোমাইসিন সালফেট + টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড) ৭ দিন পর পর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে।
  • এই ২ টি ঔষধ এক সাথে স্প্রে করা যাবে না।

উপসংহারঃ

বেগুন গাছের ঢলে পড়া রোগ এর লক্ষণ, প্রতিকার ও কেন হয়? এই সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, বেগুন গাছের ঢলে পড়া রোগ এর লক্ষণ, প্রতিকার ও কেন হয়? এই সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url