ছাগলের পাতলা পায়খানার চিকিৎসা, করনীয়, ঔষধ, ঘরোয়া পদ্ধতি ও কেন হয়?

ছাগলের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম

ছাগলের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম হলো সালফাডিন ভেট, ডাইরোভেট, সালফা-৩ ইত্যাদি। গর্ভবতী ছাগলের পাতলা পায়খানা হলে এই ঔষধ গুলো খাওয়ানো যাবে। ছাগলের পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন ও ঔষধ খাওয়াতে হবে। ছাগলের পাতলা পায়খানা করনীয় হলো ছাগলকে দানা খাবার খাওয়ানো বন্ধ করা এবং সঠিক চিকিৎসা দেওয়া। বাসি-পচা খাবার বা বেশি দানাদার খাবার খেলে ছাগলের পাতলা পায়খানা হয়। ছাগলের বাচ্চার পাতলা পায়খানার ঔষধ খাওয়ানো যাবে। ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হলে প্রথম করণীয় হলো সঠিক চিকিৎসা দেওয়া। ছাগলের পাতলা পায়খানার ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে ভালো হয়। এই আর্রিকেলে ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হলে করণীয় সহ সকল কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ছাগলের পাতলা পায়খানা রোগ পরিচিতি

রোগের নামঃ

ছাগলের পাতলা পায়খানা

রোগের লক্ষণঃ

পাতলা পায়খানা হবে খাওয়া কম করবে।

রোগের কারণঃ

পিপিআর, বাশি-পচা খাবার, অধিক দানাদার খাবার খেলে ইত্যাদি।

করনীয়ঃ

দানাদার খাবার দেওয়া যাবে না, সঠিক চিকিৎসা দিতে হবে।

রোগের ঔষধঃ

সালফাডিন ভেট, অ্যামোডিস ভেট ইত্যাদি।


ছাগলের পাতলা পায়খানার লক্ষণ


রোগের লক্ষণ দেখে আমাদের সঠিক রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করতে না পারলে সঠিক চিকিৎসা দেওয়া যাবে না। ছাগলের পাতলা পায়খানা হলে এটি পিপিআর এর লক্ষন হয়, তাই ভালো ভাবে রোগ নির্ণয় করতে হবে। ছাগলের পাতলা পায়খানা রোগের লক্ষণ গুলো হলো-
  • ছাগল পাতলা পায়খানা করবে।
  • ছগল খাওয়া দাওয়া কম করবে।
  • ছাগলের জ্বর আসতে পারে।
  • পায়খানার সাথে আমশয় ও হতে পারে।

ছাগলের পাতলা পায়খানা কেন হয়


মূলত খাবারের সমস্যার কারণে ছাগলের পাতলা পায়খানা হয়। বাশি-পচা  খাবার বা অধিক পরিমানে দানা খাবার খেলে, ছাগল হজম করতে পারে না। তখন ছাগলের পাতলা পায়খানা হয়। এছাড়া ঘাস বা পাতাই কোনো জীবাণু থাকলে ছাগলের পাতলা পায়খানা হতে পারে।

ছাগলের পাতলা পায়খানার চিকিৎসা


যদি পিপিআর না হয়, তাহলে সঠিক চিকিৎসা দিলে ১ দিনের মধ্যে ছাগলের পাতলা পায়খানা ভালো হয়ে যায়। আপনার খামারের ছাগলের পাতলা পায়খানা হলে নিম্নে দেওয়া ঔষধ গুলো খাওয়ালে, ছাগলের পাতলা পায়খানা ভালো হয়ে যাবে।

ছাগলের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম


ছাগলের পাতলা পায়খানা হলে যে সকল ঔষধ গুলো খাওয়াতে হবে তা নিম্নে ডোজ সহ দেওয়া হলো। ছাগলের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম ও ডোজ-
  • সালফাডিন ভেট / সালফা - ৩ ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার।
  • ডাইরোভেট / অ্যামোডিস ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার।
  • মারবো ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার।
  • খাবার স্যালাইন দিনে ৫ বার।

বিঃদ্রঃ সব গুলো ট্যাবলেট এক সাথে খাওয়াতে হবে। ছাগলের পায়খানা বন্ধ হয়ে গেলে ঔষধ আর খাওয়ানো যাবে না।

ছাগলের পাতলা পায়খানা হলে কি খাওয়াতে হবে


ছাগলের পাতলা পায়খানা হলে ঔষধ গুলো খাওয়াতে হবে। দিনে কম করে ৫ বার স্যালাইন খাওয়াতে হবে। যত দূরত্ব সম্ভব ঔষধ খাওয়াতে হবে। পাতলা পায়খানা হলে দানা খাবার দেওয়া যাবে না। পরিষ্কার খাবার দিতে হবে।

ছাগলের বাচ্চার পাতলা পায়খানার ঔষধ


উপরে দেওয়া ঔষধ গুলো ছাগলের বাচ্চার পাতলা পায়খানার ঔষধ। ডোজ টা ঠিক করে দিলেই হবে। খেয়াল করবেন বেশি ডোজ যেনো না হয়।

গর্ভবতী ছাগলের পাতলা পায়খানা


আপনার ছাগলটি যদি গর্ববতী হয়, সেই ছাগলটি পাতলা পায়খানা রোগে আক্রান্ত হলে উপরে দেওয়া ঔষধ গুলো খাওয়ানো যাবে। উপরে দেওয়া সব ঔষধ গুলো গর্ভ সেভ। এই ঔষধ গুলো খাওয়ালে গর্ভবতী ছাগলের কোনো সমস্যা হবে না।

ছাগলের পাতলা পায়খানা করনীয়

  • ছাগলের পাতলা পায়খানা হলে খামারীর প্রথম করনীয় হলো সঠিক চিকিৎসা দেওয়া।
  • ছাগলটি দূরবল হয়ে না পড়ে, এই জন্য কিছু সময় পর পর স্যালাইন খাওয়ানো।
  • ছাগলকে পরিষ্কার খাবার দেওয়া।
  • ছাগলকে দানা খাবার না দেওয়া।

ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হলে করণীয়

  • ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হলে সঠিক চিকিৎসা দিতে হবে।
  • বাচ্চাকে ফিডারে বা চামচে অল্প করে স্যালাইন খাওয়াতে হবে।
  • ছাগলের বাচ্চার দুধ পান করা কম করতে হবে।

ছাগলের পাতলা পায়খানার ঘরোয়া পদ্ধতি


ছাগলের পাতলা পায়খানা হলে ঘরোয়া উপায়ে চিকিৎসা দেওয়া যায়। ছাগলের পাতলা পায়খানার ঘরোয়া পদ্ধতি গুলো নিম্নে পর্যায়ক্রমে দেওয়া হলো।
  • শিশু গাছের পাতা ছাগলকে খেতে দিলে পাতলা পায়খানা ভালো হয়ে যায়।
  • বাশ গাছের পাতা ছাগলকে খেতে দিলে পাতলা পায়খানা ভালো হয়ে যায়।
  • গুড় ও লবণ দিয়ে তৈরি করা স্যালাইন ছাগলকে দিতে পারেন।
  • চক গুড়া করে ছাগলকে খেতে দিলে পাতলা পায়খানা ভালো হয়ে যায়।
  • ব্যবহার করা চা পাতি ছাগলকে খেতে দিলে পাতলা পায়খানা ভালো হয়ে যায়।

বিঃদ্রঃ এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করার পর যদি পাতলা পায়খানা ভালো না হয়, তাহলে ঔষধ গুলো খাওয়াবেন।

FAQ


ছাগলের পাতলা পায়খানার লক্ষণ কি কি?

ছাগলের পাতলা পায়খানার লক্ষণ গুলো হলো ছাগল পাতলা পায়খানা করবে, ছগল খাওয়া দাওয়া কম করবে, ছাগলের জ্বর আসতে পারে, পায়খানার সাথে আমশয় ও হতে পারে ইত্যাদি।

ছাগলের পাতলা পায়খানার চিকিৎসা কি?

ছাগলের পাতলা পায়খানার সঠিক চিকিৎসা হলো- ১. সালফাডিন ভেট / সালফা - ৩ ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার। ২. ডাইরোভেট / অ্যামোডিস ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার। ৩. মারবো ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার। ৪. খাবার স্যালাইন দিনে ৫ বার।


উপসংহারঃ

ছাগলের পাতলা পায়খানার চিকিৎসা, করনীয়, ঔষধ, ঘরোয়া পদ্ধতি ও কেন হয়? ইত্যাদি সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, ছাগলের পাতলা পায়খানার চিকিৎসা, করনীয়, ঔষধ, ঘরোয়া পদ্ধতি ও কেন হয়? এই সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url