ষাড় গরুর ধাতু রোগ - গরুর ধাতু রোগের চিকিৎসা ও সঠিক পদ্ধতি

গরুর ধাতু রোগের চিকিৎসা

ষাড় গরুর খামারে আমরা সকলে একটি সমস্যা নিয়ে চিন্তিত থাকি, সেই সমস্যাটি হলো ধাতু রোগ। ষাড় গরুর ধাতু রোগ একবারে চিকিৎসা দিয়ে ভালো করা যায় না, তবে কিছু ঔষধ ও কিছু পদ্ধতি অবলম্বন করে এই রোগ একেবারে কমিয়ে নিয়ে আসা যায়। ধাতু রোগে ষাড় গরু আক্রন্ত হলে গরুর ওজন কমে যায়, গরু বৃদ্ধি পায় না এছাড়া আরো বিভিন্ন সমস্যা দেখা দেই। একটা সময়ে এই রোগের প্রভাব অনেক বৃদ্ধি পায়।

এই আর্টিকেলটি পড়লে আপনারা ষাড় গরুর এই ধতু রোগের সঠিক গরুর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতপ পারবেন।

গরুর ধাতু রোগের চিকিৎসা হলো-

1. প্রথমে গরুর লিঙ্গের চার পাশের লোম গুলো কাচি দিয়ে সমান করে কেটে দিতে হবে। তবে লোম কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন। এই লোম গুলো ষাড় গরুর উত্তেজনা বৃদ্ধি করে, তাই লোম গুলো না থাকলে উত্তেজনা কমে আসবে।

2. গরুকে প্রতিদিন ২ থেকে ৩ টি বেলের পাতা ১৫ দিন খাওয়ান। বেলের পাতা গরুর ধাতু রোগের চিকিৎসা তে অনেক ভালো কাজ করে।

3. গরমের সময় হলে প্রতিদিন ২০ মিনিট ধরে গরুর শরীরে পানি দিয়ে গছুল করান। এতে গরুর উত্তেজনা কম হয়।

4. বাজারে গরুর উত্তেজনা কমানোর বিভিন্ন ঔষধ পাওয়া যায়, যেমন- অক্স কোল। এই ঔষধ নিয়ম অনুযায়ী খাওয়ান।

5. উপরে দেওয়া ৪ টি পয়েন্ট পালন করুন, দেখবেন আপনার ষাড় গরুর ধাতু রোগ ঠিক হয়ে যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url