পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি এবং পেঁপের বীজ সংগ্রহ ও বপনের নিয়ম

পেঁপের বীজ
পেঁপের বীজ

পেঁপে চারা তৈরী করার জন্য আমাদের প্রয়োজন পেঁপের বীজ। পেঁপের ভালো ফলনের জন্য প্রয়োজন ভালো পেঁপের বীজ।

পেপের বীজ সংগ্রহ করার উপায় হলো, পেঁপে পেকে গেলে গাছ থেকে পেড়ে রেখে দিতে হবে, তারপর কিছুদিন রাখার পর পেঁপে কেটে বীজ গুলো রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার এই বীজ গুলো থেকে চারা তৈরী করা সম্ভব হবে।

পেঁপে বীজ বপনের নিয়ম হলো প্রথমে পেঁপে বীজ গুলো হালকা রোদে শুকিয়ে নিতে হবে, এরপর বীজ গুলো অঙ্কুর করে পলি প্যাকে বপন করতে হবে। পেঁপে বীজ গুলো টিসু পেপার এ মুড়িয়ে তা পানি দিয়ে ভিজাতে হবে।

পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি হলো পেঁপে বীজ গুলো অঙ্কুর করে পলি প্যাকে মাটি ও জৈব সার দিয়ে পূরণ করে একটি করে বীজ দিয়ে ছায়া যুক্ত হালকা রোদ পড়ে এমন স্থানে রেখে দিতে হবে। এবার প্রয়োজন অনুযায়ি পানি দিতে হবে। লক্ষ রাখতে হবে পানি বেশি দেওয়া যাবে না।

আমি ১০ বছর যাবত পেঁপে চাষ করছি এবং নিজে পেঁপে বীজ থেকে চারা উৎপাদন করছি। তাই আমি আপনাদের পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি এবং পেঁপের বীজ সংগ্রহ ও বপনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।

আজকের এই পোস্ট এ আমরা আলোচনা করবো-

  • পেঁপের বীজ
  • পেপের বীজ সংগ্রহ
  • পেঁপে বীজ বপনের নিয়ম
  • পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি
আরো পড়ুনঃ পেপের চারার দাম - পেঁপের বিভিন্ন জাতের চারার দাম কত?

পেঁপের বীজ

পেঁপে চারা তৈরী করার জন্য আমাদের প্রয়োজন পেঁপের বীজ। পেঁপের ভালো ফলনের জন্য প্রয়োজন ভালো পেঁপের বীজ। পেঁপে চাষের সর্বপ্রথম কাজ হলো পেঁপের বীজ সংগ্রহ। আমরা চেষ্টা করবো ভালো জাতের পেঁপে বীজ ক্রয় করার, যেমন- রেড লেডি, হাইব্রিড পেঁপে, হাইব্রিড শাহী, টপ লেডি, গ্রীন লেডি ইত্যাদি পেঁপে বীজ খুবই ভালো ফলন দেই।

পেপের বীজ সংগ্রহ


পেপের বীজ সংগ্রহ
পেপের বীজ সংগ্রহ


পেপের বীজ সংগ্রহ করার উপায় হলো, পেঁপে পেকে গেলে গাছ থেকে পেড়ে রেখে দিতে হবে, তারপর কিছুদিন রাখার পর পেঁপে কেটে বীজ গুলো রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার এই বীজ গুলো থেকে চারা তৈরী করা সম্ভব হবে।

তবে আমরা ভালো ফলনের জন্য কম্পানির বীজ সংগ্রহ করবো। কম্পানির বীজ গুলো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্যাকেট করা হয়, তাই সেই বীজ গুলো থেকে ভালো মানের পেঁপে চারা পাওয়া যাবে।

পেঁপে বীজ বপনের নিয়ম


পেঁপে বীজ বপনের নিয়ম
পেঁপে বীজ বপনের নিয়ম


পেঁপে বীজ বপনের নিয়ম হলো প্রথমে পেঁপে বীজ গুলো হালকা রোদে শুকিয়ে নিতে হবে, এরপর বীজ গুলো অঙ্কুর করে পলি প্যাকে বপন করতে হবে। পেঁপে বীজ গুলো টিসু পেপার এ মুড়িয়ে তা পানি দিয়ে ভিজাতে হবে।

এবার একটি পাটের বস্তা পানিতে ভিজিয়ে বীজ সহ টিসু টি মুড়িয়ে নিতে হবে। এবার ৩ দিন ছায়া যুক্ত স্থানে পাটের বস্তা রেখে দিতে হবে। ৩ দিন পর বীজ গুলো খুলে দেখবেন যে, পেঁপের বীজ গুলো মুখ ফেটে আসবে। এখন পেঁপে বীজ থেকে চারা উৎপাদন করতে হবে।

পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি


পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি
পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি


পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি হলো পেঁপে বীজ গুলো অঙ্কুর করে পলি প্যাকে মাটি ও জৈব সার দিয়ে পূরণ করে একটি করে বীজ দিয়ে ছায়া যুক্ত হালকা রোদ পড়ে এমন স্থানে রেখে দিতে হবে। এবার প্রয়োজন অনুযায়ি পানি দিতে হবে। লক্ষ রাখতে হবে পানি বেশি দেওয়া যাবে না। এবার ৪৫ দিন থেকে ৫৫ দিনের মধ্যে পেঁপে চারা রোপন করার উপযুক্ত হয়ে যাবে।

পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি গুলো হলো-
  • বীজ অঙ্কুরোধ
  • মাটি তৈরি
  • পলি ব্যাগ প্রস্তুত
  • পেঁপে চারা রাখা স্থান
  • চারায় পানি প্রয়োগ

বীজ অঙ্কুরোধঃ

পেঁপে বীজ অঙ্কুরোধ করার জন্য আমরা বীজ গুলোকে একটি কাগজে জড়িয়ে নিতে হবে। এখন পনি ছিটিয়ে ভিজিয়ে নিতে হবে। এবার চটের বস্তা পানিতে ভিজিয়ে নিয়ে কাগজ টি মুড়িয়ে নিতে হবে। এখন ছায়া স্থাতে ৩ দিন রেখে দিতে হবে।

মাটি তৈরিঃ

বীজ থেকে চারা তৈরি করার জন্য পলি ব্যাগে মাটি প্রস্তুত করতে হবে। প্রথমে অর্ধেক বেলে-দোয়াস মাটি ও অর্ধেক জৈব সার মিশিয়ে নিতে হবে। এবার রোদে মাটি গুলো ভালো করে শুকিয়ে নিতে হবে।

পলি ব্যাগ প্রস্তুতঃ

পেঁপে চারা বপনের জন্য পলি ব্যাগ গুলো প্রস্তুত করা মাটি দিয়ে পূর্ণ করতে হবে। এবার ছায়া স্থানে ব্যাগ গুলো রাখতে হবে। পলি ব্যাগের নিচে ফুটা করে দিতে হবে।

পেঁপে চারা রাখা স্থানঃ

পেঁপে চারা গুলো ছায়া যুক্ত স্থানে রেখে দিতে হবে। চারা গুলো বৃষ্টি পানি না পরে সেই দিকে লক্ষ রাখতে হবে।

চারায় পানি প্রয়োগঃ

চারায় পানি প্রয়োগ খেয়াল রেখে করতে হবে, কারন পেঁপে চারায় পানি জমে থাকলে মারা যাবে। অল্প অল্প করে চারায় প্রয়জন মতো পানি দিতে হবে।

উপসংহারঃ

পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি এবং পেঁপের বীজ সংগ্রহ ও বপনের নিয়ম সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, পেঁপে বীজ থেকে চারা উৎপাদন পদ্ধতি এবং পেঁপের বীজ সংগ্রহ ও বপনের নিয়ম সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url