পেপের চারার দাম - পেঁপের বিভিন্ন জাতের চারার দাম কত?

পেপের চারার দাম
পেপের চারার দাম

পেপের চারার দাম ৫০ - ৬০ টাকা হয়ে থাকে। পেপের বিভিন্ন জাত এর উপর নির্ভর করে চারার দাম হয়, যেমন - ২ গ্রামের টপ লেডি পেপের বীজের দাম ৫৫০ - ৬০০ টাকা। ২ গ্রাম পেপের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি বীজের দাম পরে প্রায় ১০ টাকা। এখন চারা দাম ৫০ - ৬০ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই পেপের চারা রোপর করা।

আমি একজন সফল পেঁপে চাষী। প্রয় ১০ বছর যাবত আমি পেঁপে চাষ করছি, তাই আমি পেপের চারা দাম এবং বিভিন্ন জাতের পেঁপের চারার দাম কত? বিস্তারিত জানাতে পারবো।

আরো পড়ুনঃ পেঁপে চারা রোপণ পদ্ধতি - কিভাবে পেঁপে চারা রোপন করতে হয়?

পেপের চারার দাম


পেপের চারার দাম সাধারনত ৫০-৬০ টাকার মধ্যে বা এর থেকে কম বেশি হতে পারে। বিভিন্ন জাতের পেঁপের চারা দাম বিভিন্ন রকম। আজকে আপনাদের যে সকল জাতের পেঁপের চারার দাম জানাবো, সেগুলো হলো-
  • রেড লেডি পেঁপের চারার দাম
  • টপ লেডি পেঁপের চারার দাম
  • গ্রীন লেডি পেঁপের চারার দাম
  • সুইট লেডি পেঁপের চারার দাম
  • কিউট লেডি পেঁপের চারার দাম
  • থাই পেঁপের চারার দাম
  • হাইব্রিড পেঁপের চারার দাম
  • হাইব্রিড শাহী পেঁপের চারার দাম
  • তাইওয়ান কিং পেঁপের চারার দাম
  • লাল তীর বাবু পেঁপের চারার দাম

রেড লেডি পেঁপের চারার দাম


রেড লেডি পেঁপের চারার দাম
রেড লেডি পেঁপের চারার দাম


রেড লেডি পেঁপের চারার দাম ৫০ - ৬০ টাকা হয়ে থাকে। ২ গ্রামের রেড লেডি পেঁপের বীজের দাম ৫৫০ - ৬০০ টাকা। ২ গ্রাম রেড লেডি পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি রেড লেডি বীজের দাম প্রায় ১০ টাকা। এখন রেড লেডি পেঁপের চারা দাম ৫০ - ৬০ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই রেড লেডি পেঁপের চারা রোপর করা।

টপ লেডি পেঁপের চারার দাম


টপ লেডি পেঁপের চারার দাম
টপ লেডি পেঁপের চারার দাম


টপ লেডি পেঁপের চারার দাম ৪৮ - ৫৫ টাকা হয়ে থাকে। ২ গ্রামের টপ লেডি পেঁপের বীজের দাম ৫৪০ - ৫৮০ টাকা। ২ গ্রাম টপ লেডি পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি টপ লেডি বীজের দাম প্রায় ৯ টাকা। এখন টপ লেডি পেঁপের চারা দাম ৪৮ - ৫৫ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই টপ লেডি পেঁপের চারা রোপর করা।

গ্রীন লেডি পেঁপের চারার দাম


গ্রীন লেডি পেঁপের চারার দাম
গ্রীন লেডি পেঁপের চারার দাম


গ্রীন লেডি পেঁপের চারার দাম ৪৫ - ৫২ টাকা হয়ে থাকে। ২ গ্রামের গ্রীন লেডি পেঁপের বীজের দাম ৫৩০ - ৫৭০ টাকা। ২ গ্রাম গ্রীন লেডি পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি গ্রীন লেডি বীজের দাম প্রায় ৮.৫ টাকা। এখন গ্রীন লেডি পেঁপের চারা দাম ৪৫ - ৫২ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই গ্রীন লেডি পেঁপের চারা রোপর করা।

সুইট লেডি পেঁপের চারার দাম


সুইট লেডি পেঁপের চারার দাম
সুইট লেডি পেঁপের চারার দাম


সুইট লেডি পেঁপের চারার দাম ৪২ - ৫০ টাকা হয়ে থাকে। ২ গ্রামের সুইট লেডি পেঁপের বীজের দাম ৫২০ - ৫৬০ টাকা। ২ গ্রাম সুইট লেডি পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি সুইট লেডি বীজের দাম প্রায় ৮ টাকা। এখন সুইট লেডি পেঁপের চারা দাম ৪২ - ৫০ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই সুইট লেডি পেঁপের চারা রোপর করা।

কিউট লেডি পেঁপের চারার দাম


কিউট লেডি পেঁপের চারার দাম
কিউট লেডি পেঁপের চারার দাম


কিউট লেডি পেঁপের চারার দাম ৪০ - ৫০ টাকা হয়ে থাকে। ২ গ্রামের কিউট লেডি পেঁপের বীজের দাম ৫০০ - ৫৫০ টাকা। ২ গ্রাম কিউট লেডি পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি কিউট লেডি বীজের দাম প্রায় ৮ টাকা। এখন কিউট লেডি পেঁপের চারা দাম ৪০ - ৫০ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই কিউট লেডি পেঁপের চারা রোপর করা।

থাই পেঁপের চারার দাম


থাই পেঁপের চারার দাম
থাই পেঁপের চারার দাম


থাই পেঁপের চারার দাম ৩৫ - ৪০ টাকা হয়ে থাকে। ২ গ্রামের থাই পেঁপের বীজের দাম ৪৭০ - ৫০০ টাকা। ২ গ্রাম থাই পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি থাই বীজের দাম প্রায় ৭.৮ টাকা। এখন থাই পেঁপের চারা দাম ৩৫ - ৪০ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই থাই পেঁপের চারা রোপর করা।

হাইব্রিড পেঁপের চারার দাম


হাইব্রিড পেঁপের চারার দাম
হাইব্রিড পেঁপের চারার দাম


হাইব্রিড পেঁপের চারার দাম ৩২ - ৩৮ টাকা হয়ে থাকে। ২ গ্রামের হাইব্রিড পেঁপের বীজের দাম ৪৫০ - ৪৮০ টাকা। ২ গ্রাম হাইব্রিড পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি হাইব্রিড বীজের দাম প্রায় ৭.৫ টাকা। এখন হাইব্রিড পেঁপের চারা দাম ৩২ - ৩৮ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই হাইব্রিড পেঁপের চারা রোপর করা।

হাইব্রিড শাহী পেঁপের চারার দাম


হাইব্রিড শাহী পেঁপের চারার দাম
হাইব্রিড শাহী পেঁপের চারার দাম


হাইব্রিড শাহী পেঁপের চারার দাম ৩০ - ৩৫ টাকা হয়ে থাকে। ২ গ্রামের হাইব্রিড শাহী পেঁপের বীজের দাম ৪৪০ - ৪৭০ টাকা। ২ গ্রাম হাইব্রিড শাহী পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি হাইব্রিড শাহী বীজের দাম প্রায় ৭.৩ টাকা। এখন হাইব্রিড শাহী পেঁপের চারা দাম ৩০ - ৩৫ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই হাইব্রিড শাহী পেঁপের চারা রোপর করা।

তাইওয়ান কিং পেঁপের চারার দাম


তাইওয়ান কিং পেঁপের চারার দাম
তাইওয়ান কিং পেঁপের চারার দাম


তাইওয়ান কিং পেঁপের চারার দাম ২৮ - ৩২ টাকা হয়ে থাকে। ২ গ্রামের তাইওয়ান কিং পেঁপের বীজের দাম ৪২০ - ৪৫০ টাকা। ২ গ্রাম তাইওয়ান কিং পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি তাইওয়ান কিং বীজের দাম প্রায় ৭ টাকা। এখন তাইওয়ান কিং পেঁপের চারা দাম ২৮ - ৩২ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই তাইওয়ান কিং পেঁপের চারা রোপর করা।

লাল তীর বাবু পেঁপের চারার দাম


লাল তীর বাবু পেঁপের চারার দাম
লাল তীর বাবু পেঁপের চারার দাম


লাল তীর বাবু পেঁপের চারার দাম ২৫ - ৩০ টাকা হয়ে থাকে। ২ গ্রামের লাল তীর বাবু পেঁপের বীজের দাম ৪০০ - ৪৫০ টাকা। ২ গ্রাম লাল তীর বাবু পেঁপের বীজের প্যাকেট এ বীজ থাকে ৬০ - ৭০ টি। প্রটি টি লাল তীর বাবু বীজের দাম প্রায় ৬.৫ টাকা। এখন লাল তীর বাবু পেঁপের চারা দাম ২৫ - ৩০ টাকা তো হবেই। সব থেকে ভালো হয় নিজেই লাল তীর বাবু পেঁপের চারা রোপর করা।

উপসংহারঃ

পেপের চারার দাম এবং পেঁপের বিভিন্ন জাতের চারার দাম কত? এই সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, পেপের চারার দাম এবং পেঁপের বিভিন্ন জাতের চারার দাম কত? এই সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url