অল্প খরচে ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা

ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা
ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা

ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা অবশ্যই পুষ্টি সমৃদ্ধ হওয়া উচিত। ডিম পাড়া একটি মুরগির শরীর থেকে অধিক পরিমানে ক্যালসিয়াম বের হয়ে যায়। তাই ডিম পাড়া মুরগির খাবার এ ক্যালসিয়াম থাকতে হবে। ডিম পাড়া দেশি মুরগিকে সুষম খাবার দিতে হবে, যেমন- গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, সরিষার খৈল, নারকেলের খৈল, শুটকী মাছ গুড়া, ঝিনুক গুড়া, লবন ইত্যাদি আরো কিছু পুষ্টি সমূদ্ধ খাবার।

এ সকল পুষ্টি সমৃদ্ধ খাবার ডিম পাড়া দেশি মুরগিকে খেতে দিলে, দেশি মুরগি অধিক পরিমানে ডিম পাড়বে, মুরগির ওজন কম হবে না, মুরগির শুকাই যাবে না ও মুরগি ডিম পাড়ার কারনে ক্যালসিয়াম অভাব জনিত রোগ হবে না। এ সকল কারনে আমরা ডিম পাড়া দেশি মুরগিকে সুষম খাবার খেতে দিব।

ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা


ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা তে পুষ্টি সমূদ্ধ খাবার তৈরি করতে অধিক পরিমানে খরচ হয়। দেশি মুরগি পালনে লাভবান হতে হলে, আপনাকে খাবার খরচ কম করতে হবে, তবে খাবারে পুষ্টির মান বজায় রাখতে হবে।

আমরা এখন ১০০ কেজি ডিম পাড়া দেশি মুরগির খাবার তৈরি পদ্ধতি দেখবো। এই ১০০ কেজি খাবার এর জন্য আমাদের প্রয়োজন হবে - গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, সরিষার খৈল, নারকেলের খৈল, শুটকী মাছ গুড়া, ঝিনুক গুড়া ও লবন। এই সকল উপকরণ কি পরিমানে মিক্স করতে হবে তা নিম্নে টেবিলে দেওয়া হলো-

 ধানের গুড়া

 ৪৫.৫ কেজি

গম ভাঙ্গা 

 ২০ কেজি

 ভুট্টা ভাঙ্গা

 ২০ কেজি

সরিষার খৈল 

 ৫ কেজি

 নারকেলের খৈল

 ৫ কেজি

শুটকী মাছ গুড়া 

 ২ কেজি

 ঝিনুক গুড়া

 ২ কেজি

 লবন

 ৫০০ গ্রাম


  • প্রথমে ৪৫.৫ কেজি মতো ধানের গুড়া পরিষ্কার স্থানে ৫ ইঞ্চি পুরু করে বিছায় দিতে হবে।
  • এবার ধানের গুড়ার উপর ২০ কেজি গম ভাঙ্গা বিছায় দিতে হবে।
  • গম ভাঙ্গা দেওয়ার পর ২০ কেজি ভুট্টা ভাঙ্গা বিছায় দিতে হবে।
  • এখন এর উপর ৫ কেজি সরিষার খৈল ও ৫ কেজি নারিকেলের খেল ছিটিয়ে দিতে হবে।
  • এবার ২ কেজি শুটকী মাছ গুড়া এর উপর ছিটিয়ে দিতে হবে।
  • এর উপর ২ কেজি ঝিনুক গুড়া দিয়ে দিতে হবে।
  • এখন ৫০০ গ্রাম লবন ছিটিয়ে দিতে হবে।
  • এবার সকল উপকরন গুলো ভালো করে মিক্স করে নিলে ডিম পাড়া মুরগির খাবার রেডি হয়ে গেলো।

অল্প খরচে ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা


দেশি মুরগি পালনে লাভবান হতে হলে খাবার খরচ অল্প করতে হবে। আবার ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকায় সুষম খাবার থাকতে হবে। অল্প খরচে কিভাবে দেশি মুরগির খাবার তৈরি করতে হয় তা শিখব।

আমরা জানি ডিম পাড়া দেশি মুরগি ক্যালসিয়াম এর চাহিদা বেশি হয়। অনেক সময় দেখা যাই ডিম পাড়া দেশি মুরগি নিজের ডিম ঠুকরাই খায়ে ফেলে। মুরগির শরীরে ক্যালসিয়াম এর অভাব থাকলে নিজের ডিম নিজে খেয়ে ফেলে। এই কারনে দেশি মুরগির খাবার তালিকাতে ক্যালসিয়াম অধিক পরিমানে থাকা প্রয়োজন।

ক্যালসিয়াম এর অভাব পূরণের জন্য মুরগির ডিম এর খোসা গুড়া করে খাওয়াতে হবে। ডিমের খোসাতে প্রচুর পরিমানে ক্যালসিয়াম ও বিভিন্ন মিনারেল থাকে। তাই খাবার এর সাথে মুরগিকে ডিমের খোসা গুড়া করে খাওয়াতে হবে।

মুরগিকে ডিমের খোসা গুড়া করে খাওয়ানোর নিয়মঃ ডিমের খোসা বিভিন্ন রেস্টুডেন্ট এ থেকে চেয়ে বা অপ্ল কিছু টাকার বিনিময়ে নিয়ে আসতে পারেন। এই ডিম এর খোসা গুলো মুরগিকে খাওয়ানোর জন্য উপযুক্ত করে তুলতে নিচের পদ্ধতি গুলো খেয়াল করুন-

  • প্রথমে ডিমের খোসা গুলো গরম পানিতে দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে।
  • এবার ডিমের খোসা গুলো পরিষ্কার করে নিতে হবে।
  • এখন খোসা গুলো রোদে দিতে হবে।
  • এবার খোসা গুলো ব্লিন্ডারে দিয়ে মিহি গুড়া করে নিতে হবে।
  • ব্যাস এবার ডিমের খোসা গুলো মুরগিকে খাওয়ানোর জন্য উপযুক্ত।

২০ টি ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা


অল্প খরচে ২০ টি ডিম পাড়া দেশি মুরগির ১ মাসের খাবার তালিকা নিম্নে দেওয়া হলো-

 ধানের গুড়া

 ২০ কেজি

 গম ভাঙ্গা

 ৮ কেজি

 ভুট্টা ভাঙ্গা

 ১০ কেজি

 সরিষার খৈল গুড়া

 ১ কেজি

 ডিমের খোসা গুড়া

 ৩০০ গ্রাম

 লবন

 ২০০ গ্রাম


বাসাই পালন করা ২০ টি দেশি মুরগিকে এই তালিকা তে খাবার তৈরি করে খাওয়ালে, বেসি ডিম পাবেন, খাবার খরচ কম হবে ও মুরগির পুষ্টির চাহিদা পূরণ হবে।

আরো পড়ুনঃ 

প্রাকৃতিক উপায়ে অল্প খরচে দেশি মুরগির খাবার তালিকা

FAQ

ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা কি কি?

ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা হলো ধানের গুড়া ৪৫.৫ কেজি, গম ভাঙ্গা ২০ কেজি, ভুট্টা ভাঙ্গা ২০ কেজি, সরিষার খৈল ৫ কেজি, নারকেলের খৈল ৫ কেজি, শুটকী মাছ গুড়া ও ঝিনুক গুড়া ২ কেজি এবং লবন ৫০০ গ্রাম এক সাথে মিক্স করে ১০০ কেজি খাবার তৈরি হয়ে যাবে।

অল্প খরচে ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা কি কি?

অল্প খরচে ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা করতে হলে প্রথমে আসে ডিমের খোসা গুড়া। এই ডিমের খোসাতে প্রচুর পরিমানে ক্যালসিয়াম ও বিভিন্ন ভিটামিন মিনারেন রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url