খামারে ও মা মুরগির সাথে দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি

দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি দুই ভাবে পালন করা যায়, খামারে ও মা মুরগির সাথে। খামারে দেশি মুরগি পালন করতে, প্রথমে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর ব্রুডিং করতে হবে। ব্রুডিং এ সঠিক ঔষধ ও পরিচর্যা না করতে পারলে ভালো মানের বাচ্চা পাওয়া যাবে না। ব্রুডিং এর সময় টি একটি মুরগির সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে দেশি মুরগির বাচ্চার অধিক খেয়াল রাখতে হবে। নিম্নে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বাড়িতে মা মুরগি ডিয়ে ডিম ফোটায়ে দেশি মুরগি পালন করা যায়। এই পদ্ধতিতে দেশি মুরগি পালনের জন্য মুরগি বাচ্চা উঠানোর পর শীত কাল হলো ১০-১২ দিন ও গরম কাল হলে ৪-৫ দিন, মুরগির কাছে বাচ্চা রাখতে হবে। তারপর বাচ্চা গুলোকে মা মুরগির থেকে আলাদা করে নিয়ে ব্রুডিং করতে হবে। মা মুরগি কে পূনরায় ডিম পাড়ানোর জন্য পুষ্টিকর খাবার ও বিভিন্ন ভিটামিন মিনারেল খাওয়াতে হবে। মা মুরগি দিয়ে দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি পদ্ধতি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হবে।

আজকের এই পোস্ট এ আমরা দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। আসা করি, এই পোস্ট টি পড়ার পর আপনার দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি
দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি

দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি


আমরা আগেই জেনেছি দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি দুই ভাবে পালন করা যায়, খামারে ও মা মুরগির সাথে। খামারে ও মা মুরগির সাথে দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি দেওয়া হলো-

খামারে দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতিঃ

  • খামারে দেশি মুরগির বাচ্চা পালন করতে প্রথমে ভালো জাতের পিওর দেশি মুরগির ডিম সংগ্রহ করতে হবে।
  • এবার এই ডিম গুলো ডিম থেকে বাচ্চা ফোটানো মেসিনে দিতে হবে।
  • এবার মেসিন থেকে দেশি মুরগির বাচ্চা গুলো নিয়ে ব্রুডিং করতে হবে।
  • সঠিক পদ্ধতিতে ব্রডিং করার পর আপনাকে হয়তো মাংসের জন্য পালন করতে হবে, অথবা ডিম এর জন্য পালন করতে হবে।
  • ডিমের জন্য পালন করলে ডিম পাড়া দেশি মুরগির খাবার খাওয়াতে হবে।
  • মাংসের জন্য পালন করলে দেশি মুরগির খাবার খাওয়াতে হবে।

আরো পড়ুনঃ

প্রাকৃতিক উপায়ে অল্প খরচে দেশি মুরগির খাবার তালিকা

অল্প খরচে ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকা

মা মুরগির সাথে দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতিঃ

  • মা মুরগির সাথে দেশি মুরগির বাচ্চা পালন করতে প্রথমে মা মুরগি দিয়ে দেশি মুরগির বাচ্চা গুলো ওঠায় নিতে হবে।
  • এবার বাচ্চা গুলো গরম কাল হলে ১০-১২ দিন ও শীত কাল হলে ৪-৫ দিন মা মুরগির সাথে রাখতে হবে।
  • এবার বাচ্চা গুলো মা মুরগি থেকে আলাদা করে ব্রডিং করতে হবে।
  • সঠিক পদ্ধতিতে ব্রডিং করার পর আপনাকে হয়তো মাংসের জন্য পালন করতে হবে, অথবা ডিম এর জন্য পালন করতে হবে।
  • ডিমের জন্য পালন করলে ডিম পাড়া দেশি মুরগির খাবার খাওয়াতে হবে।
  • মাংসের জন্য পালন করলে দেশি মুরগির খাবার খাওয়াতে হবে।

FAQ

কিভাবে দেশি মুরগির বাচ্চা পালন করতে হয়?

দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি দুই ভাবে পালন করা যায়, খামারে ও মা মুরগির সাথে। খামারে দেশি মুরগির বাচ্চা পালনে মেসিন এ বাচ্চা ওঠাতে হয় এবং মা মুরগির সাথে দেশি মুরগির বাচ্চা পালনে মা মুরগি দিয়ে বাচ্চা ওঠাতে হয়।

দেশি মুরগির বাচ্চা কয় ভাবে পালন করা যায়?

দেশি মুরগির বাচ্চা কয় ২ ভাবে পালন করা যায়। ১. খামারে, ও ২. মা মুরগির সাথে। খামারে ও মা মুরগির সাথে দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি এই পোস্ট এ আপনাদের সাথে আলোচনা করেছি।



উপসংহারঃ

সব শেষে এই কথাই বলবো, খামারে ও মা মুরগির সাথে দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্ট এর উত্তর খুব তাড়াতারি দেওয়ার চেষ্টা করবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url