ব্রয়লার মুরগির শেড - কম খরচে ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম

ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম হলো মুরগি গুলো আরামদায়ক পরিবেশে সারা বছার থাকতে পারে এমন ঘর। ব্রয়লার মুরগির শেড পাকা-কাচা যে কোনো একটি হলে হবে। বিভিন্ন দিক বিবেচনা করে ব্রয়লার মুরগির শেড তৈরি করতে হবে। আলো-বাতাস চলাচল করতে পারে এমন স্থানে ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে। এই আর্টিকেলে ১০০ থেকে ৫০০ ও ১০০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি দেওয়া হবে। এই পদ্ধতি অবলম্বন করে, কিভাবে যে কোনো সংখ্যার ব্রয়লার মুরগির ঘর তৈরি করা যায়? তা আলোচনা করা হবে।

ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম


এই আর্টিকেলে যে সকল বিষয় গুলো আলোচনা করা হয়েছে সেগুলো হলো-

  • ব্রয়লার মুরগির শেড
  • ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম
  • ঘরের মেঝের মাপ
  • মুরগির ওজন ভেদে মেঝের প্রয়োজনীয় মাপ
  • মুরগির ৪০ দিন বয়সের ওজন ও মৃত্যুর হারের উপর মেঝের বরাদ্দকৃত জায়গার প্রভাব
  • ব্রয়লার মুরগির ফিড কনভার্শনের উপর মেঝের বরাদ্দকৃত জায়গার প্রভাব
  • ব্রয়লার মুরগির ঘরে আলো-বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা
  • ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ১০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ২০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ৩০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ৪০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ৫০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি
  • ৬০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ৭০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ৮০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ৯০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি
  • ১০০০ ব্রয়লার মুরগির ঘর


ব্রয়লার মুরগির শেড


ব্রয়লার মুরগির শেড এমন হতে হবে, যেনো বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে এবং আলো-বাতাশ চলাচল করতে পারে। ব্রয়লার মুরগি পালনের প্রথম কাজ হলো শেড তৈরি করা। এই শেড যে কোনো স্থানে তৈরি করা যাবে না। সকল দিক বিবেচনা করে একটি আদর্শ ব্রয়লার মুরগির শেড তৈরি করতে হয়। নিম্নে ব্রয়লার মুরগির শেড তৈরি পদ্ধতি বিস্তারিত ভাবে দেওয়া আছে।

ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম


ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম মেনে করলে খামারে মুরগি পালনে সমস্যা দেখা দিবে না। ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে যে সকল নিয়ম জানতে হবে সেগুলো হলো-

  1. ঘরের মেঝের মাপ
  2. মুরগির ওজন ভেদে মেঝের প্রয়োজনীয় মাপ
  3. মুরগির ৪০ দিন বয়সের ওজন ও মৃত্যুর হারের উপর মেঝের বরাদ্দকৃত জায়গার প্রভাব
  4. ব্রয়লার মুরগির ফিড কনভার্শনের উপর মেঝের বরাদ্দকৃত জায়গার প্রভাব
  5. ব্রয়লার মুরগির ঘরে আলো-বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা

ঘরের মেঝের মাপ


ব্রয়লার মুরগির ঘরের মেঝের মাপ ০.০৯১ বর্গমিটার শীতকালে ও ০.০৯৫ বর্গমিটার গরমকালে রাখতে হবে, প্রতি একটি মুরগির জন্য। ব্রয়লার মুরগির ঘরের মেঝে পাকা বা কাঁচা হতে পারে। তবে ব্রয়লার মুরগির ঘরের মেঝে পাকা করা উত্তম। কারণ কাঁচা মেঝে তে ইঁদুর এ মাটি ওঠাতে পারে, এর ফলে ব্রয়লার মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। কাঁচা মেঝেতে বিভিন্ন জীবাণুর সংক্রমন হার বেশি হয়। এর মধ্যে ককসিডিওসিস এর জীবাণু আক্রমন হার অনেক বেশি হয়। এই জন্য ব্রয়লার মুরগির ঘরের মেঝে পাকা করা উত্তম।

মুরগির ওজন ভেদে মেঝের প্রয়োজনীয় মাপ


ব্রয়লার মুরগির ওজন ভেদে মেঝের প্রয়োজনীয় মাপ আপনার জানা প্রয়োজন। নিম্নে একটি চার্টে প্রতি একটি ব্রয়লার মুরগির ওজন কত হলে, কত বর্গমিটার জাইগার প্রয়োজন হয় তা দেওয়া হলো-

মুরগির ওজন মেঝের পরিমাপ
১.৩৬ কেজি ০.০৫ বর্গমিটার
১.৮২ কেজি ০.০৬ বর্গমিটার
২.২৭ কেজি ০.০৮ বর্গমিটার
২.৭২ কেজি ০.০৯ বর্গমিটার
৩.১৮ কেজি ০.১১ বর্গমিটার


মুরগির ৪০ দিন বয়সের ওজন ও মৃত্যুর হারের উপর মেঝের বরাদ্দকৃত জায়গার প্রভাব


ব্রয়লার মুরগি ৪০ দিন বয়সে ওজন ও মৃত্যুর হারের উপর মেঝের বরাদ্দকৃত কি পরিমান জায়গার প্রয়োজন হয়, তা একজন আদর্শ খামারির জানা প্রয়োজন। নিম্নের একটি চার্টে ৪০ দিন বয়সে প্রতি একটি ব্রয়লার মুরগির ওজন কত হলে, কত বর্গমিটার জায়গা প্রয়োজন হবে? মৃত্যুর হার কত হতে পারে? তা সুন্দর করে দেওয়া হলো-

মুরগির ওজন মেঝের পরিমাপ মৃত্যুর হার
১.৮৮ কেজি ০.০৯৩ বর্গমিটার ২.০%
১.৮৭ কেজি ০.০৮৪ বর্গমিটার ২.১%
১.৮৬ কেজি ০.০৭৪ বর্গমিটার ২.৩%
১.৮৩ কেজি ০.০৬৫ বর্গমিটার ২.৬%
৮.৮১ কেজি ০.০৫৬ বর্গমিটার ৩.০%
১.৭৯ কেজি ০.০৪৬ বর্গমিটার ৩.৬%
১.৭৫ কেজি ০.০৩৭ বর্গমিটার ৪.৫%


ব্রয়লার মুরগির ফিড কনভার্শনের উপর মেঝের বরাদ্দকৃত জায়গার প্রভাব


ব্রয়লার মুরগির খাদ্যে ফিড কনভার্শন রেশিও কম থাকা উত্তম। ফিড কনভার্শন রেশিও (FCR) কম আছে এমন খাবার ব্রয়লার মুরগিকে প্রদান করতে হবে। ব্রয়লার মুরগির ফিড কনভার্শনের উপর মেঝের বরাদ্দকৃত জায়গার প্রভাব একজন খামারির জানা অত্যান্ত প্রয়োজন। নিম্নের চার্টে প্রতি একটি ব্রয়লার মুরগির ফিড কনভার্শন কত হলে, কত বর্গমিটার জায়গা প্রয়োজন তা দেওয়া হলো-

ফিড রেশিও মেঝের পরিমাপ
১.৭৩ কেজি ০.০৯ বর্গমিটার
১.৭৪ কেজি ০.০৮ বর্গমিটার
১.৭৫ কেজি ০.০৭ বর্গমিটার
১.৭৯ কেজি ০.০৬ বর্গমিটার
১.৮৪ কেজি ০.০৫ বর্গমিটার
১.৯১ কেজি ০.০৪ বর্গমিটার
১.৯৮ কেজি ০.০৩ বর্গমিটার


আরো পড়ুন - মুরগির এফসিআর (FCR) নির্ণয় পদ্ধতি

ব্রয়লার মুরগির ঘরে আলো-বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা


প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করার জন্য, ব্রয়লার মুরগির ঘরে আলো-বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। ব্রয়লার মুরগির খামারে কার্বন ডাই-অক্সাইডের এর মাত্রা কমানোর জন্য এই ব্যবস্থা গ্রহন করা হয়। এছারা খামারে তাপমাত্রা নিয়ন্ত্রন থেকে শুরু করে এমোনিয়া গ্যাস অপসারণ ও বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা পেতে, ব্রয়লার মুরগির খামারে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।

ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


আমরা জানি, ব্রয়লার মুরগির ঘরের মেঝের মাপ ০.০৯১ বর্গমিটার শীতকালে ও ০.০৯৫ বর্গমিটার প্রয়োজন হয়। তাই আমরা প্রতিটি মুরগির জন্য ০.০৯৫ বর্গমিটার মেঝে নিয়ে ঘর তৈরি করবো। মেঝে থেকে ছাদের ঘরের উচ্চতা ১০ - ১২ ফুট এবং দোচালা ঘরের  উচ্চতাঃ  ৮ – ১৪ ফুট হওয়া উত্তম। ব্রয়লার মুরগির ঘর পূর্ব-পশ্চিম দিকে লম্বালম্বি হওয়া উত্তম। কারণ বাতাস খামারে বাতাস চলাচলে সুবিধে হবে। নিম্নে ১০০ থেকে ১০০০ ব্রয়লার মুরগির ঘরের মাপ দেওয়া হলো।

১০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


১০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ৯.৫ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ১০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

২০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


২০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ১৯ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ২০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

৩০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


৩০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ২৮.৫ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ৩০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

৪০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


৪০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ৩৮ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ৪০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

৫০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


৫০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ৪৭.৫ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ৫০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

৬০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


৬০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ৫৭ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ৬০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

৭০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


৭০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ৬৬.৫ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ৭০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

৮০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


৮০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ৭৬ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ৮০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

৯০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


৯০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ৮৫.৫ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ৯০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

১০০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি পদ্ধতি


১০০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে মেঝের প্রয়োজন হবে ৯৫ বর্গমিটার। প্রথমে মেঝে তৈরি করে নিয়ে উপরে দেওয়া নিয়ম গুলো মেনে, ১০০০ ব্রয়লার মুরগির ঘর তৈরি করতে হবে।

যে পরিমান ব্রয়লার মুরগির খামার করতে চাইবেন তার মেঝের মাপ হলো- (মুরগি সংখ্যা X ০.০৯৫) বর্গমিটার।

FAQ

ব্রয়লার মুরগির ছাদের উচ্চতা কত?

মেঝে থেকে ছাদের ঘরের উচ্চতা ১০ - ১২ ফুট এবং দোচালা ঘরের উচ্চতাঃ ৮ – ১৪ ফুট হওয়া উত্তম।

ব্রয়লার মুরগির ঘরের মেঝের মাপ কত?

ব্রয়লার মুরগির ঘরের মেঝের মাপ ০.০৯১ বর্গমিটার শীতকালে ও ০.০৯৫ বর্গমিটার প্রয়োজন হয়। যে পরিমান ব্রয়লার মুরগির খামার করতে চাইবেন তার মেঝের মাপ হলো- (মুরগি সংখ্যা X ০.০৯৫) বর্গমিটার।



উপসংহারঃ


ব্রয়লার মুরগির শেড - কম খরচে ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি, ব্রয়লার মুরগির শেড - কম খরচে ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম সম্পর্কে কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url