অক্সিটেট্রাসাইক্লিন ভেট - রেনামাইসিন ট্যাবলেট এর কাজ কি? দাম কত?
রেনামাইসিন ট্যাবলেট এর কাজ হলো গরু, ছাগল, হাঁস-মুরগির এন্টিবায়োটিক। মুরগির জ্বর ও ঝিম পাড়া রোগে সাধারণত রেনামাইসিন ট্যাবলেট গুড়া করে খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায়। ছাগল, গরু, হাঁস-মুরগির ঠান্ডা লাগলে পরিপান মতো অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের রেনামাইসিন ট্যাবলেট অত্যান্ত কার্যকর। অক্সিটেট্রাসাইক্লিন ভেট এর কাজ হলো পশুর শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা।
![]() |
রেনামাইসিন ট্যাবলেট এর কাজ |
রেনামাইসিন ট্যাবলেট এর প্যাক সাইজ ৪ x ৫। একটি বক্সে রেনামাইসিন ট্যাবলেট এর ৫ টি পাতা থাকে, প্রতি পাতাই ৪ টি করে ট্যাবলেট থাকে, সর্ব মোট এক বক্সে ২০ টি ট্যাবলেট থাকে। এই প্যাক সাইজে রেনেটা কম্পানি রেনামাইসিন ট্যাবলেট সরবরাহ করে।
রেনামাইসিন ট্যাবলেট ১ বক্স ঔষধ এর দাম মাত্র ৫০ টাকা। কম দামে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের এন্টিবায়োটিক রেনামাইসিন ট্যাবলেট পাওয়া যায়। এই দাম কিছু কম বেশি হতে পারে, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে দাম কিছু কম বেশি হতে পারে।
রেনামাইসিন ট্যাবলেট এর ডোজ গরু বা মহিষ এর জন্য প্রতি ২৪ ঘন্টায় ৩ - ৫ টি ট্যাবলেট, ছাগল বা ভেড়ার জন্য ১ - ২ টি এবং মুরগি, হাঁস ও কবুতরের জন্য গুড়া করে ১ চিমটা। কম ডোজ এ অধিক কার্যকর রেনামাইসিন ট্যাবলেট।
আমি একজন ভেটেনিয়ারি ডাক্তার এবং আমি নিজে রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার করি, তাই আমি রেনামাইসিন ট্যাবলেট এর কাজ কি? ডোজ কত? দাম কত? বিস্তারিত সঠিক ভাবে আপনাদের জানাতে পারব।
আজকের এই পোস্ট এ রেনামাইসিন ট্যাবলেট নিয়ে আমি যে সকল বিষয় গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হলো-
- রেনামাইসিন ট্যাবলেট
- রেনামাইসিন ট্যাবলেট এর কার্যকরী উপাদান
- রেনামাইসিন ট্যাবলেট এর কাজ কি
- রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার ক্ষেত্র
- রেনামাইসিন ট্যাবলেট এর ডোজ
- রেনামাইসিন ট্যাবলেট মাত্রা ও প্রয়োগবিধি
- রেনামাইসিন ট্যাবলেট এর দাম
- রেনামাইসিন ট্যাবলেট এর প্যাক সাইজ
Renamycin Tablet (রেনামাইসিন ট্যাবলেট)
ঔষধের নাম | Renamycin Tablet (রেনামাইসিন ট্যাবলেট) |
ঔষধের গ্রুপ | অক্সিটেট্রাসাইক্লিন |
কাজ | রেনামাইসিন ট্যাবলেট এর কাজ হলো গরু, ছাগল, হাঁস-মুরগির এন্টিবায়োটিক। |
ডোজ | রেনামাইসিন ট্যাবলেট এর ডোজ গরু বা মহিষ এর জন্য প্রতি ২৪ ঘন্টায় ৩ - ৫ টি |
দাম | রেনামাইসিন ট্যাবলেট ১ বক্স ঔষধ এর দাম মাত্র ৫০ টাকা। |
প্যাক সাইজ | রেনামাইসিন ট্যাবলেট এর প্যাক সাইজ ৪ x ৫। |
রেনামাইসিন ট্যাবলেট
রেনামাইসিন ট্যাবলেট মূলত ভিটামিন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের একটি এন্টিবায়োটিক। রেনেটা কম্পানির রেনামাইসিন ট্যাবলেট এর ব্যবহারে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়।কার্যকরী উপাদানঃ
- অক্সিটেট্রাসাইক্লিন - ৫০০ মি.গ্রা.
রেনামাইসিন ট্যাবলেট এর কাজ কি
রেনামাইসিন ট্যাবলেট এর কাজ হলো গরু, ছাগল, হাঁস-মুরগির এন্টিবায়োটিক। আমাদের পোষা গরু, ছাগল, হাঁস-মুরগির ঠান্ডা-জ্বরে অাক্রান্ত হলে আমরা রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার করতে পারি। মুরগির জ্বর-ঠান্ডার জন্য অত্যান্ত কার্যকর রেনামাইসিন ট্যাবলেট।গবাদি পশুর কোথাউ ক্ষত দেখা দিলে, আমরা রেনামাইসিন ট্যাবলেট গুড়া করে ক্ষত স্থানে লাগাতে পারবো। প্রতিদিন গরম পানি দিয়ে পরিষ্কার করে ক্ষত স্থানে দিনে ২ বার লাগাবো। খুব তারাতারি ক্ষত স্থান শুকিয়ে যাবে।
ব্যবহার ক্ষেত্রঃ
- মুরগির ঠান্ডা লাগলে।
- কবিতর এর ঠান্ডা-কাসি লাগলে।
- হাসঁ-মুরগি ও কবুতরের জ্বর-ঠান্ডা লাগলে।
- ছাগলের জ্বর ঠান্ডা লাগলে।
- গরুর জ্বর আসলে ইত্যাদি।
রেনামাইসিন ট্যাবলেট এর ডোজ
রেনামাইসিন ট্যাবলেট এর ডোজ গরু বা মহিষ এর জন্য প্রতি ২৪ ঘন্টায় ৩ - ৫ টি ট্যাবলেট, ছাগল বা ভেড়ার জন্য ১ - ২ টি এবং মুরগি, হাঁস ও কবুতরের জন্য গুড়া করে ১ চিমটা। কম ডোজ এ অধিক কার্যকর হলো রেনামাইসিন ট্যাবলেট। আপনারা কখনো বেসি ডোজ দিবেন না, কারণ রেনামাইসিন ট্যাবলেট টি রেসটেনসি কম। মনে রাখবেন যে, রেনামাইসিন ট্যাবলেট গর্ভবতি পশুকে খাওয়ানো যাবে না। অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ঔষধ গর্ভ সেভ না।মাত্রা ও প্রয়োগবিধিঃ
- গরু, মহিষ ও ঘোড়াঃ প্রতি ২৪ ঘন্টায় ৩ -৫ টি।
- হাঁস মুরগিঃ রেনামাইসিন ট্যাবলেট গুড়া করে খাওয়াতে হবে।
রেনামাইসিন ট্যাবলেট এর দাম
রেনামাইসিন ট্যাবলেট ১ বক্স ঔষধ এর দাম মাত্র ৫০ টাকা। রেনেটা কম্পানির কম দামে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের এন্টিবায়োটিক রেনামাইসিন ট্যাবলেট।রেনামাইসিন ট্যাবলেট এর প্যাক সাইজ
রেনেটা কম্পানির অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের এন্টিবায়োটিক রেনামাইসিন ট্যাবলেট এর প্যাক সাইজ ৪ x ৫। একটি বক্সে রেনামাইসিন ট্যাবলেট এর ৫ টি পাতা থাকে, প্রতি পাতাই ৪ টি করে ট্যাবলেট থাকে, সর্ব মোট এক বক্সে ২০ টি ট্যাবলেট থাকে।FAQ
রেনামাইসিন ট্যাবলেট এর কাজ কি?
রেনামাইসিন ট্যাবলেট এর কাজ হলো গরু, ছাগল, হাঁস-মুরগির এন্টিবায়োটিক। আমাদের পোষা গরু, ছাগল, হাঁস-মুরগির ঠান্ডা-জ্বরে অাক্রান্ত হলে আমরা রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার করতে পারি।
রেনামাইসিন ট্যাবলেট এর ডোজ কত?
রেনামাইসিন ট্যাবলেট এর ডোজ গরু বা মহিষ এর জন্য প্রতি ২৪ ঘন্টায় ৩ - ৫ টি ট্যাবলেট, ছাগল বা ভেড়ার জন্য ১ - ২ টি এবং মুরগি, হাঁস ও কবুতরের জন্য গুড়া করে ১ চিমটা।
রেনামাইসিন ট্যাবলেট এর দাম কত?
রেনামাইসিন ট্যাবলেট ১ বক্স ঔষধ এর দাম মাত্র ৫০ টাকা।