গর্ভবতী ছাগলের কৃমির ঔষধ এর নাম এবং খাওয়ানোর সঠিক নিয়ম

গর্ভবতী ছাগলের কৃমির ঔষধ

আপনি কি আপনার গর্ভবতী ছাগলের কৃমির ঔষধ খাওয়ানো যাবে কি তা জানতে চাইছেন? হ্যাঁ, আপনি গর্ভবতী ছাগলের কৃমির ঔষধ খাওয়াতে পারবেন তবে সব কৃমির ঔষধ খাওয়াতে পারবেন না। এ্যালবেন্ডাজল গ্রুপের এ্যালমেক্স, হেলমেক্স কৃমির ঔষধ গুলো গর্ভবতী ছাগলের খাওয়ানো যাবে। এছাড়া রেনাডেক্স, ইনডেক্স, ডাবলডেক্স ইত্যাদি গর্ভবতী ছাগলের কৃমির ঔষধ। আজকের এই আর্টিকেলে আমরা গর্ভবতী ছাগলের কৃমির ঔষধ খাওয়ানোর নিয়ম জানবো।


গর্ভবতী ছাগলের কৃমির ঔষধ খাওয়ানোর সঠিক নিয়ম


আমরা প্রতি ৩ মাস অন্তর অন্তর ছাগলকে কৃমির ঔষধ খাওয়াবো। এখন যদি আপনার ছাগলের কৃমির ওষধ খাওয়ানোর সময় হয়ে আসে, আর আপনার ছাগলের ১ মাস পর বাচ্চা হবে, তাহলে বাচ্চা হওয়ার ৭ দিন পর খাওয়াবেন। আর লক্ষ রাখবেন বাচ্চা দেওয়ার ১ মাস আগে ছাগলকে কৃমির ঔষধ খাওয়ানোর। কৃমির ঔষধ সকালে খালি পেটে খাওয়াবেন। সর্বোত্তম হয় ছাগলকে কৃমির ঔষধ খাওয়ানোর পর লিভার টনিক খাওয়ালে। এতে ছাগলের লিভার টি সুস্থ হয়ে যাবে।

গর্ভবতী ছাগলের কৃমির ঔষধ কোনটি কি পরিমানে খাওয়াতে হবে?


নিম্নে যে সকল ঔষধ গুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যে কোনো একটি ৩ মাস অন্তর অন্তর ছাগলকে খাওয়াবেন।

1. এ্যালমেক্স ভেট. এই ট্যাবলেট টি ২০ কেজি ওজনের একটি ছাগলের জন্য ১/২ খাওয়াতে হবে।
2. হেলমেক্স ভেট. এই ট্যাবলেট টি ২০ কেজি ওজনের একটি ছাগলের জন্য ১/২ খাওয়াতে হবে।
3. রেনাডেক্স ভেট. এই ট্যাবলেট টি ২০ কেজি ওজনের একটি ছাগলের জন্য ১/২ খাওয়াতে হবে।
4. ইনডেক্স ভেট. এই ট্যাবলেট টি ৩০ কেজি ওজনের একটি ছাগলের জন্য ১/২ খাওয়াতে হবে।
5. ডাবোলডেক্স ভেট. এই ট্যাবলেট টি ৩০ কেজি ওজনের একটি ছাগলের জন্য ১/২ খাওয়াতে হবে।
6. এলটি ভেট. এই ট্যাবলেট টি ৩০ কেজি ওজনের একটি ছাগলের জন্য ১/২ খাওয়াতে হবে।

শেষ কথা


কৃমি ছাগলের প্রধান শত্রু। তাই আমরা ছাগলকে প্রতি ৩ মাসে একবার কৃমির ঔষধ খাওয়াবো। কত তারিখে কৃমির ঔষধ খাওয়াচ্ছি তা একটি খাতাই নোট করে রেখে দেওয়া উত্তম। এতে করে আপনার খামারের ছাগলকে কৃমির ঔষধ খাওয়ানোর সময় মনে না থাকলে দেখে নিতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url