দেশি কবুতর পালন পদ্ধতি, চেনার উপায়, খাবার তালিকা এবং দাম কত?

দেশি কবুতর পালন পদ্ধতি

আমাদের দেশে বিভিন্ন জাতের কবিতর পাওয়া যায়। প্রতিটি জাতের কবুতর এর একটি নির্দিষ্ট বৈশিষ্ট আছে। আজকে আমরা দেশি কবুতর সম্পর্কে জানবো। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি দেশি কবুতরের সকল তথ্য জানতে পারবেন।


দেশি কবুতরের জাত


দেশি কবুতরের জাত গুলো হলো গোলা, দেশি গিরিবাজ, জালালি ইত্যাদি। এই সকল জাত গুলো আমাদের দেশি জাত নামে পরিচিত। এই জাতের কবুতর গুলো আমাদের দেশিও জাত। আমাদের দেশের আবহাওয়া এই জাতের কবুতর ভালো হয়।

দেশি কবুতর চেনার উপায়


দেশি কবুতর চেনার উপায় গুলো জানলে আপনি সহজে চিনতে পারবেন। দেশি জাতের কবুতর খুব সহজে চেনা যায়। দেশি জাতের কবুতর এর মধ্যে একটি জাত হলো গিরিবাজ। দেশি গিরিবাজ কবুতর চেনার উপায় গুলো হলো-
  • চোখের মনি প্রতি সেকেন্ডে ছোটো বড় হয়ে থাকে।
  • এই জাতের কবুতর চোখের মনি ভিতরের দিকে থাকে।
  • এই জাতের কবুতর এর পাখনা লেজ এর সমান বা একটু ছোট হয়।
  • চোখে পানি ভাব মনে হয়, দূর থেকে চোখের দিকে তাকালে।
  • দুই পাখা দিয়ে পায়ের রানের শেষ পর্যন্ত ঢাকা থাকে।
  • বুক উঁচা থাকে এই জাতের কবুতরের।
  • এই জাতের কবুতর এর গলা লম্বা ও ছোট হয়ে থাকে।
  • গিরিবাজ কবুতর অনেক ওপরে উঠতে পারে এবং অনেক সময় ধরে উড়তে পারে।

দেশি কবুতরের দাম কত


দেশি কবুতর দাম সাধারণত ৪০০ থেকে ৫০০ টাকা জোড়া হয়ে থাকে। দেশি কবুতরের বাচ্চার দাম ১২০ থেকে ১৫০ টাকা জোড়া। দেশি কবুতর এর বিভিন্ন জাতের দাম বিভিন্ন হয়ে থাকে। তবে এই দামে সাধারণ দেশি কবুতর গুলো পাওয়া যায়।

দেশি কবুতরের খামার


দেশি কবুতরের খামার তৈরি করে অনেকে লাভবান হচ্ছে। আপনি চাইলে সব কিছু জেনে বুঝে দেশি কবুতর এর খামার তৈরি করতে পারেন। খামার তৈরির আগে আপনাকে যে সকল বিষয় গুলো জানতে হবে সেগুলো হলো-
  • ভালো জাতের কবুতর ক্রয়
  • সঠিক খাবার ব্যবস্থাপনা
  • সঠিক সময় সকল ভ্যাকসিন দেওয়া
  • কবুতরের বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা থাকা

দেশি কবুতর পালন পদ্ধতি


দেশি কবুতর পালন পদ্ধতি গুলো সম্পর্কে একজন খামারির বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। দেশি কবুতর পালনের সকল পদ্ধতি গুলো নিম্নে দেওয়া হলো-
  • কবুতর পালনের জন্য প্রথমে প্রয়োজন হয় ঘর। আপনাকে কবুতরের জন্য আদর্শ ঘর নির্মান করতে হবে।
  • ঘর নির্মান করার পর প্রয়োজন হলো ভালো জাতের দেশি কবুতর ক্রয়। রোগ মুক্ত দেশি কবুতর ক্রয় করতে হবে।
  • কবুতরের খাবার ব্যবস্থাপনা সঠিক করতে হবে। কম খরচে পুষ্টি সমৃদ্ধ খাবার তৈরি করতে হবে।
  • কবুতরকে সকল ভ্যাকসিন গুলো প্রয়োগ করতে হবে।
  • কবুতরের বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা থাকতে হবে।

দেশি কবুতরের খাবার তালিকা


দেশি কবুতরের খাবার তালিকা তৈরি করার সময় পুষ্টি মান ঠিক করতে হবে। নিম্নে অল্প খরচে দেশি কবুতরের আদর্শ খাবার তালিকা দেওয়া হলো:

গম

কেজি

ভুট্টা ভাঙ্গা

কেজি

চালের কুড়া

কেজি

সরিষা দানা

২৫০ গ্রাম

ধান

কেজি


এই সকল উপকরণ গুলো মিক্স করে কবুতরকে খেতে দিবেন। মনে রাখবেন কবুতরকে খাবার শেষ হওয়ার পরপর খাবার দিবেন না। খাবার শেষ হওয়ার পর আবার যখন আপনার মনে হবে খাবার এর চাহিদা বাড়ছে, তখন আবার খাবার দিবেন।

খাচায় দেশি কবুতর পালন পদ্ধতি


খাচায় দেশি কবুতর পালন পদ্ধতি খুবই সহজ, তবে এই পদ্ধতিতে খাবার খরচ একটু বেশি হয়। খাবার খরচ বেশি হলেও খাচায় কবুতর পালন করলে কবুতর হারানোর আকাঙ্খা থাকে না এবং বাইরে থেকে ভাইরাস বহন করে আনে না।

শেষ কথা


আপনারা সঠিক ভাবে কবুতর পালন করে লাভবান হতে পারেন। আমাদের এই ওয়েব সাইটে কবুতর এর সকল তথ্য দেওয়া আছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url